চীন ও ইউরোপীয় ইউনিয়নের দু'দিনব্যাপী ২১তম মানবাধিকার সংলাপ ২৬ মে ভিয়েনায় সমাপ্ত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের পরিচালক উ হাই লোং আর ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক চেয়ারম্যান রাষ্ট্র অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা ফের্দিনান্ড ট্রৌট্টমান্সতোর্ফের সঙ্গে সম্মেলনে সভাপতিত্ব করেছেন।
সম্মেলনে উ হাই লোং চীনের সরকার মানুষকে প্রাধ্যান্য দেয়া, মানবাধিকারের প্রতি সম্মান ও সুরক্ষা করা, সমাজতান্ত্রিক সুষম সমাজ গড়ে তোলার পরিস্থিতি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে সার্বিকভাবেব্যাখ্যা করেছেন। ট্রৌট্টমান্সতোর্ফ চীন মানবাধিকার ত্বরান্বিত করা ও সুরক্ষা করা ক্ষেত্রে অর্জিত অগ্রগতি নিয়ে প্রশংসা করেছেন।
দু'পক্ষ আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুমোদন ও কার্যকরী করা, জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থায় সহযোগিতা করা ইত্যাদি বিষয় নিয়ে গভীরভাবে আলোচনা করেছে এবং এর সঙ্গে সঙ্গে জাতিসংঘের নতুন প্রতিষ্ঠিত মানবাধিকার পরিষদের বিষয়ে মত বিনিময় করেছে।
|