ইন্দোনেশিয়ার রাজনীতি, সমাজ ও নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা ২৭ মে এএফপির সংবাদদাতাকে বলেছেন, ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের ইয়াগয়াকার্তা শহর বরাবর অঞ্চলে সংঘটিত ভূমিকম্পের দরুণ ১৬০৬ জন লোক মারা গেছেন।
ইন্দোনেশিয়ার রেডক্রস সোসাইটির ত্রাণ বিষয়ক কর্মকর্তা আরিফিন মুহাদি বলেছেন, ভূমিকম্পের দরুণ নিহতদের সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা আছে।
ভূমিকম্প জনিত জলোচ্ছ্বাসের আশঙ্কায় স্থানীয় হাজার হাজার জনসাধারণ অপেক্ষাকৃত উচু অঞ্চলে সরে গেছেন। তবে জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমান ভূমিকম্পে জলোচ্ছ্বাস সৃষ্টির আশঙ্কা নেই।
ইন্দোনেশিয়ার ভূমিকম্প তত্ত্বাবধান সংস্থার তত্ত্বাবধান অনুযায়ী, ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের ইয়োগয়াকার্তা শহরের বরাবর অঞ্চল সেই দিন সকালে ৫টা ৫৩মিনিটে রিখ্টার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প ঘটেছে। ভূমিকম্পের কেন্দ্র স্থান ইয়াগয়াকার্তার দক্ষিণ দিকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত ।
|