২৬ মে পেইচিংয়ে অনুষ্ঠানরত দ্বিতীয় ব্রাজিলবাণিজ্য প্রদর্শনীতে ব্রাজিলের একজন কর্মকর্তা বলেছেন , ব্রাজিলের মানাউস অবাধ বাণিজ্য এলাকা চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানায় ।
কর্মকর্তাটি জানিয়েছেন , ৪০ বছরের ইতিহাস সম্পন্ন মানাউস বাণিজ্য এলাকা ব্রাজিল সরকারের দেয়া শুল্ক মওকুফের সুবিধা উপভোগ করে । বাণিজ্য এলাকা গ্রীষ্মমন্ডলীয় ফল ও উদ্ভিদ সম্পদে সমৃদ্ধ । বাণিজ্য এলাকার নৌচলাচল , বিমান চলাচল ও আমাজান নদী- সড়ক পরিবহন ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক । মানাউস অবাধ বাণিজ্য এলাকায় চীনের শিল্পপ্রতিষ্ঠানের বৃহত্তম প্রাধান্য হল সহজে রপ্তানী ও বিক্রয় বাজার পাওয়া । কারণ ব্রাজিলে ১৮ কোটি লোকসংখ্যার বড় বাজার আছে ।
জানা গেছে , এখন মানাউস বাণিজ্য এলাকায় চীন আর তাইওয়ানের বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান কারখানা প্রতিষ্ঠা করছে । কর্মকর্তাটি বলেছেন , চীনের এই সব শিল্পপ্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা খুব ভাল ।
|