২৬ মে চীনের হাইনান প্রদেশের সমুদ্র ও মত্স্যবিষয়ক বিভাগ সূত্রে জানা গেছে , আগামী ১ জুনের দুপুর ১২টা থেকে ১ আগস্টের দুপুর ১২টা পর্যন্ত ১২ ডিগ্রী উত্তর দ্রাঘিমার উত্তর দিকের গণ চীনের আওতাধীন নানহাই সাগরের জলসীমায় বছরে একবার মত্স্যশিকার বন্ধ শুরু হবে ।
জানা গেছে , ১৯৯৯ সাল থেকে চীনের কৃষি মন্ত্রণালয় নিয়ম প্রকাশ করার পর দক্ষিণ সাগরে এনিয়ে আট বছর ধরে গ্রীষ্মকালীন মত্স্যশিকারবন্ধ করা হচ্ছে । মত্স্যশিকার বন্ধ ব্যবস্থা নানহাই সাগরে মাছের প্রজননে সাহায্য করবে ।
|