চীনের রাষ্ট্রীয় পরিবেশ প্রশাসনের মহাপরিচালক চৌ শেংসিয়েন ২৬ মে বলেছেন , কড়াকড়িভাবে পরিবেশ প্রভাবের মূল্যায়ন করা হবে ,দৃঢ়তার সঙ্গে পরিবেশের আইন লংঘনকারী তত্পরতা রোধ করা হবে এবং পরিবেশ দূষণ করে এমন কোনো নির্মাণ ও উন্নয়নপ্রকল্পকে অনুমোদন দেয়া হবে না ।
কুয়াংচৌ শহরে তিনি সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , যে প্রকল্প পরিবেশ রক্ষা আইন ও রাষ্ট্রীয় শিল্প নীতি লংঘন করে , যে প্রকল্প পানীয় জলের উত্স সংরক্ষিত এলাকা প্রভৃতি পরিবেশ স্পর্শকাতর এলাকার উপর গুরুতরভাবে প্রতিকূল প্রভাব বিস্তার করবে সে সব প্রকল্পের একটাকেও অনুমোদন দেয়া হবে না ।
এর আগে চীনে পরপর পরিবেশ দূষণ করার গুরুতর ঘটনা ঘটেছে । চৌ শেনসিয়েনের প্রতিশ্রুতি থেকে প্রমাণিত হয়েছে যে , পরিবেশ দূষণকারী নির্মাণও উন্নয়ন প্রকল্পের উপর চীনের সর্বোচ্চ পরিবেশ প্রশাসনকড়াকড়ি ব্যবস্থা নেবে ।
|