২৫ মে কোটেডিভায় জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি পিয়ারে ছোরি আবিদিয়ানে কোটেডিভার সংঘর্ষের দু'পক্ষ অস্ত্র পরিত্যাগ চুক্তি বাস্তবায়ন শুরু করেছে বলে স্বাগত জানিয়েছেন।
একই দিন কোটেডিভায় জাতিসংঘের তত্পরতা দলের সাপ্তাহিক নিয়মিত তথ্যজ্ঞাপন সভায় ছোরি বলেন, কোটেডিভার সংঘর্ষের দু'পক্ষ নিজ নিজ সৈন্য সমাবেশ প্রক্রিয়া শুরু করেছে। এটা দু'পক্ষের অস্ত্র পরিত্যাগ চুক্তি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ।
১৮ মে কোটেডিভা সরকার সারা দেশের বহু শহরে প্রাথমিকভাবে অধিবাসীদের সামাজিক মর্যাদা নিরূপন কাজ শুরু করেছে। এর প্রতি ছোরি স্বীকৃতি দিয়েছেন এবং কোটেডিভা সরকারের উদ্দেশ্যে এই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন, ফলে অবিতর্কিত ভোটার তালিকা প্রতিষ্ঠার জন্য ভিত্তি স্থাপন করবে, যাতে কোটেডিভায় পূর্বনির্ধারিত সময়সীমাতে একটি অবাধ ও স্বচ্ছ প্রেসিডেন্ট নির্বাচন সুনিশ্চিত করা যায় এবং চূড়ান্ত শান্তি বাস্তবায়ন করা যায়।
|