যুক্তরাষ্ট্রের এনরন গ্রুপের আর্থিক কলঙ্ক বিষয়ক জুরিবর্গ ২৫ মে ঘোষণা করেছে যে , এনরন গ্রুপের প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট কেনেথ লে ও সাবেক নির্বাহী কর্মকর্তা জেফ্রি স্কিলিং প্রতারণা সহ বেশ কয়েকটি অপরাধ সাধন করেছেন ।
জুরিবর্গ স্বীকার করেছে যে , এনরোন গ্রুপের কলঙ্ক মামলায় কেনেথ লেকে যে ছ'টি অপরাধে অভিযুক্ত করা হয় তা নিশ্চিত হয়েছে ।তাছাড়া অন্য এক জুরিবর্গবিহীন বিচারে কেনেথ লে ব্যাংকের প্রতারণা এবং ব্যাংকের কাছে মিথ্যা প্রমাণ দেয়ার অপরাধের অভিযুক্ত হয়েছেন ।
স্কিলিংয়ের বিরুদ্ধে যে ২৮টি অভিযোগ করা হয়েছে জুরিবর্গতার মধ্যে প্রতারণা ও ভিতরের খবর বিনিময় সহ ১৯টি অভিযোগ নিশ্চিত করেছে ।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে , আদালত আগামী ১১ সেপ্টেম্বর এ দুজনের বিরুদ্ধে রায় ঘোষণা করবে । নিশ্চিত অপরাধ অনুযায়ী গ্রুপের কলঙ্কের কারণে কেনেথ লেকে ৪৫ বছর কারাদন্ড এবং ব্যক্তিগত ব্যাংকের প্রতারণার কারণে তাকে ১২০ বছর কারাদন্ডে দেয়ার সম্ভাবনা আছে । স্কিলিংকে সম্ভবত ১৮৫ বছরের কারাদন্ড দেয়া হবে ।
|