সেনেগালস্থআফ্রিকান দেশ মিশনের নেতা , ক্যামেরুনের রাষ্ট্রদূত এমানুয়েল এ ম্বোন্জো এজানগু ২৫ মে ডাঘারে আয়োজিত " আফ্রিকান দিবস"এর ৪৩তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে আফ্রিকান দেশের ঐক্য জোরদার , অর্থনীতির একায়ন ত্বরান্বিত করার আহবান জানিয়েছেন , যাতে যথাশীঘ্রই " আফ্রিকান যুক্তরাষ্ট্র" প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তাবায়ন করা যায় ।
তিনি বলেছেন , অবশেষে লক্ষ্যটি বাস্তবায়নের জন্যে আফ্রিকাকে সর্বপ্রথমে শান্তি বাস্তবায়ন করতে হবে । শান্তি না থাকলে নিরাপত্তাথাকবে না , আর নিরাপত্তা না থাকলে উন্নয়ন হবে না ।
এজানগু জোর দিয়ে বলেছেন , আফ্রিকান দেশগুলোকে সংঘর্ষ নিস্পত্তি করার উপায় খুঁজে বের করা , বিভিন্ন দেশের সফরবিনিময় , সম্পদ ও পরিসেবার অবাধ আদানপ্রদান ত্বরান্বিত করা এবং আফ্রিকা মহাদেশের আঞ্চলিক সংস্থার যোগাযোগ জোরদার করার প্রচেষ্টা চালাতে হবে ।
|