জাতিসংঘ সুদান সসস্যা বিষয়ক বিশেষদূত লাখদার ব্রাহিমি ২৫ মে সুদানের রাজধানী খার্তুমে বলেছেন , সুদানে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ কারিগরি মূল্যায়ন গ্রুপের প্রবেশের ব্যাপারে সুদান সরকার সম্মত হয়েছে ।
একই দিন ব্রাহিমি সুদানের প্রেসিডেন্ট আল বাশিরের সংগে এক বৈঠকে মিলিত হন । বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেছেন , সুদান সরকারের অনুমোদনক্রমে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ কারিগরি মূল্যায়ন গ্রুপ আগামী কয়েক দিনের মধ্যে তাদের কাজ শুরু করবে । তারা সুদানের পশ্চিমাংশের দারফুর এলাকায় গিয়ে সেখানে মোতায়েন আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনীর চাহিদা পর্যবেক্ষণ করবেন এবং দারফুরে শান্তিরক্ষী কর্তব্যকে জাতিসংঘের কাছে হস্তান্তরের জন্যে প্রস্তুতি নেবেন ।
|