মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং সফররত ব্রিটনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ২৫ মে একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ইরাকের নতুন সরকার ইরাকের নিরাপত্তার ব্যাপার দায়িত্ব গ্রহণের আগে , যুক্তরাষ্ট্র আর ব্রিটেন ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করবে না ।
এ বছরের শেষ নাগাদ ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সৈন্য সংখ্যা এক লক্ষে দাঁড়ানোর বিষয়ে বুশ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি । তিনি বলেছেন, ইরাকের নিরাপত্তা পরিস্থিতির সুনিশ্চয়তার জন্যে,যুক্তরাষ্ট্র ইরাকে প্রয়োজনীয় সামরিক শক্তি বজায় রাখবে । ব্লেয়ার বলেছেন, ইরাকী নিরাপত্তা বাহিনীর লক্ষ্য হচ্ছে " ধীরে ধীরে ইরাকের নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব গ্রহণ করা ।"
২২ মে ব্লেয়ার আকস্মিকভাবে ইরাক সফরকালে ইরাকের নতুন সরকারের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সঙ্গে বৈঠক করেছেন । মালিকি বলেছেন, এই বছরের জুন মাসে ইরাকী নিরাপত্তা বাহিনী ইরাকের দু'টি প্রদেশের নিরাপত্তা দায়িত্ব পালনের সামর্থ্য আছে এবং ২০০৭ সালের শেষ নাগাদ ইরাকের প্রত্যেক প্রদেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে ।
|