চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন এবং মার্কিন বাণিজ্য ও উন্নয়ন কার্যক্রম ২৫ মে পেইচিংয়ে মেধাসত্ব শুল্ক রক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।
এই চুক্তি কর্মসূচী অনুযায়ী দু'দেশের সরকার মেধাসত্ব ক্ষেত্রের বিশেষজ্ঞ পাঠিয়ে চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের কর্মকর্তাদের কাছে মেধাসত্ব সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়ম ও আইন ব্যবস্থা ব্যাখ্যা করবেন। এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই বিষয় নিয়ে চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সংলাপ চালাবে।
চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসের উপ-পরিচালক সুন সুং ফু স্বাক্ষর অনুষ্ঠানে বলেছেন, চীনের রাষ্ট্রীয় শুল্ক প্রশাসন মেধাসত্ব রক্ষায় অত্যন্ত গুরুত্ব দেয় এবং সংশ্লিষ্ট আইন ব্যবস্থা পূর্ণাঙ্গ করায় অবিরাম প্রচেষ্টা চালিয়ে এসেছে। মার্কিন বাণিজ্য ও উন্নয়ন কার্যক্রমের পরিচালক মাদাম আস্কি বলেছেন, দু'দেশের মেধাসত্ব রক্ষা ক্ষেত্রের সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যত আছে।
|