চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ও সহকারী-পররাষ্ট্রমন্ত্রী হো ইয়া ফেই ২৫ মে পেইচিংয়ে সফররত মার্কিন সহকারী-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিলের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ প্রধানত চীন-মার্কিন সম্পর্ক ও অন্যান্য অভিন্ন স্বার্থ জড়িত বিষয় নিয়ে মত বিনিময় করেছে।
দু'পক্ষ একমত হয়েছে যে, মিলিত প্রয়াস চালিয়ে এপ্রিল মাসে হু চিন থাওয়ের মার্কিন সফরে বুশের সঙ্গে অর্জিত ঐকমত্য বাস্তবায়ন করে চীন-মার্কিন গঠনমূলক অংশীদারি সম্পর্ক উন্নয়ন করবে।
|