২৫ মে গ্রীসের প্রধানমন্ত্রী কোস্টাস কারামানলিস ও পররাষ্ট্রমন্ত্রী ডোরা বাকোয়ানিস আলাদা আলাদাভাবে সফররত চীনের জাতীয় গণ কংগ্রেস স্ট্যাডিং কমিটির চেয়ারম্যান উ পাংকুও'র সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে কারামানলিস বলেছে, গ্রীস একচীন নীতিতে অবিচল থাকে, যেকোন "স্বাধীন তাইওয়ান" সংশ্লিষ্ট তত্পরতার বিরোধতা করে, এবং গ্রীসের এ অবস্থান কখনো পরিবর্তন হবে না। উ পাংকুও আবার জোর দিয়ে বলেছেন, চীন গ্রীসের সঙ্গে কৌশলগত সংলাপ ও সমঝোতা জোরদার করতে ইচ্ছুক, আর্থ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে ইচ্ছুক, সংস্কৃতি, শিক্ষা ও অলিম্পিক গেমস ইত্যাদি ক্ষেত্রের আদান-প্রদান ঘণিষ্ঠ করতে ইচ্ছুক, চীন-গ্রীস সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক অব্যাহতভাবে উন্নয়ন করতে ইচ্ছুক।
আন্তর্জাতিক সমস্যায় দু'পক্ষ এক মত হয়েছে যে, দু'দেশ সমঝোতা ও সহযোগিতা জোরদার করবে, মিলিতভাবে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্যে প্রয়াস চালাবে।
উ পাংকুও ও বাকোয়ানিস ক্রিট দ্বীপে বৈঠক করেছেন। উ পাংকুও বলেছেন, আঞ্চলিক সহযোগিতা ও আদান-প্রদান হচ্ছে চীন-গ্রীস সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। চীন চীনের প্রদেশ, শহর ও শিল্প-প্রতিষ্ঠানকে ক্রিটের সঙ্গে আদান-প্রদান করা, সক্রিয়ভাবে বাস্তব সহযোগিতা করা, যৌথ উন্নয়ন ত্বরান্বিত করা সমর্থন করে।
বাকোয়ানিস বলেছেন, উ পাংকুও'র এবারকার সফর গ্রীস-চীন সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের উন্নয়নের অনুকূল। তিনি বলেছেন, গ্রীস চীনের সঙ্গে দু'দেশের আর্থ-বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক সহযোগিতা উন্নয়ন করতে ইচ্ছুক।
|