২৫ মে চীনের উপপ্রধানমন্ত্রী চেং ফেইয়ান পেইচিংয়ে বলেছেন, চীন বিভিন্ন দেশের সঙ্গে শক্তিসম্পদের সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং মিলিতভাবে বিশ্ব শক্তি সম্পদের নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষা করতে ইচ্ছুক।
চীনে "শক্তি সম্পদের নিরাপত্তা, চীন আর বিশ্ব" নামক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।
চীনের শক্তি সম্পদ সমস্যা নিয়ে তিনি জোর দিয়ে বলেছেন, চীন অবিরাম উন্নয়নের পথে অবিচল রয়েছে, শক্তি সম্পদের সাশ্রয় ও অপচয় কমানোয় গুরুত্ব দেয়। চীন নিজের অবস্থান অনুযায়ী, ব্যাপক কয়লা ঘাঁটির নির্মাণ দ্রুত করবে, তেল ও প্রাকৃতিক গ্যাসের আবিষ্কর জোরদার করবে, সঙ্গে সঙ্গে সার্বিকভাবে নবায়নযোগ্য শক্তি উন্নয়ন করবে।
|