v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-26 10:05:24    
২৮ মে

cri
** চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিপ্লবী গ্রুপ প্রতিষ্ঠিত

১৯৬৬ সালের ২৮ মে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিপ্লবী গ্রুপ প্রতিষ্ঠিত হয়, এই গ্রুপের প্রধান ছিলেন ছেন বোদা, উপদেষ্টা ছিলেন কাংশেং, গ্রুপের উপপ্রধান ছিলেন চিয়াং ছিং, ওয়াং রেনজুং, লিউ চিসিয়ান, চাং ছুনছিয়াও , গ্রুপের সদস্য ছিলেন সিয়ে থাংচুং, ইদা, ওয়াং লি, কুয়ান ফেং, মুসিন, ইয়াও ওয়েনইউয়ান। পরে এই গ্রুপ "সাংস্কৃতিক বিপ্লবীর " সর্বোচ্চ ডিরেক্ট সংস্থা হয়েছিল।

** নাট্যকার ছেন বাইছেনের মৃত্যু

১৯৯৪ সালের ২৮ মে চীনের বিখ্যাত নাট্যকার ছেন বাইছেন মারা যান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

** ভারতের জওহরলাল নেহেরুর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত

১৮৮৯ সালের ৪ নভেম্বর জওহরলাল নেহেরু ভারতের এলাহাবাদের এক ব্রাক্ষণপরিবারে জন্মগ্রহণ করেন।

১৯১৬ সালে কংগ্রেস পার্টির বার্ষিক অধিবেশনে তিনি প্রথমবারের মতো মহাত্মা গান্ধির সঙ্গে সাক্ষাত্ করেন, গান্ধি ব্রিটিশবিরোধী সংগ্রামে অবিচল থাকায় নেহেরু খুবই মুগ্ধ হন । ১৯১৮ সাল থেকে তিনি কংগ্রেস পার্টির জাতীয় কমিটির সদস্য হন ।

১৯১৯ সালে অমৃত্সর গণহত্যাকাণ্ড সংঘটিত হবার পর তিনি কংগ্রেসের গঠিত তদন্তকমিটিতে অংশগ্রহণ করেন । ১৯২০ সালে মহাত্মা গান্ধির পরিচালিত অহিংস অসহযোগ আন্দোলনে অংশ গ্রহণ করেন , পরের বছরে গ্রেফতার ও কারাবন্দী হন । ভারতের স্বাধীনতার আগে তিনি পর পর আট বার গ্রেফতার হন এবং জেলখানায় ৯ বছর কাটান ।

১৯২৩ এবং ১৯২৭ সালে নেহেরু পর্যায়ক্রমে দু'বার কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত হন, প্রত্যেক বারের কার্যমেয়াদ ২ বছর । ১৯২৬ থেকে ১৯২৭ সাল পর্যন্ত নেহেরু ইউরোপ ও সোভিয়েত ইউনিয়ন সফর করেন, মার্কসবাদ ও সোভিয়েত ইউনিযনের সমাজতান্ত্রিক গঠনকাজের প্রভাবে প্রভাবিত হন । ১৯২৮ সালে সুবাস চন্দ্রের সঙ্গে মিলিতভাবে নিখিল ভারত স্বাধীনতা জোট প্রতিষ্ঠা করেন ।

১৯২৯ সালে নেহেরু কংগ্রেসের চেয়ারম্যান নির্বাচিত হন । তাঁর পরিচালনায় কংগ্রেস পার্টির লাহোর সম্মেলণে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনের রাজনৈতিক সংগ্রামী লক্ষ্য উত্থাপন করা হয় । তার পর তিনি সারা ভারতের বুদ্ধিজীবী ও যুবসম্প্রদায়ের নেতা হন এবং অনেকবার কংগ্রেসের চেয়ারম্যান নির্বাচিত হন ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতের জাতীয় স্বাধীনতা আন্দোলনের দ্রুত বিকাশ ঘটে । স্বাধীনতার দাবি ক্রমেই সোচ্চার হয়ে উঠে । ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটেন প্রাথমিকভাবে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করে, ভারতের অস্থায়ী সরকার গঠিত হয়, এই সরকারে ব্রিটিশ ভারতের ভাইস-রয় অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং নেহেরু উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হন ।

১৯৪৭ সালের মার্চ মাসে লর্ড মাউণ্টব্যাটেন পরিকল্পনা প্রকাশিত হয়, ভারত ও পাকিস্তান বিভক্ত হয় , ১৫ আগষ্ট ভারত ডোমিনিয়ন হিসেবে স্বাধীনতা লাভ করে এবং নেহেরু ভারতের প্রধানমন্ত্রী হন ।

১৯৬৪ সালের ২৭ মে নেহেরু রোগাক্রান্ত হয়ে মারা যান। ২৮ মে আনুমানিক ৩০ লক্ষ লোক সারিবদ্ধভাবে তাঁর শেষকৃত্যানুষ্ঠান উপলক্ষে রাস্তার দুপাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন ।নেহেরুর একমাত্র কন্যা ইন্দিরা গান্ধি ১৯৬৬-১৯৭৭ , ১৯৮০-১৯৮৪ সালে ভারতের প্রধানমন্ত্রী পদে বহাল ছিলেন । ইন্দিরা গান্ধির ছেলে রাজিব গান্ধি ১৯৮৪-১৯৮৯ সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ।