v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-26 09:35:46    
চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রস্তাবঃ গ্রামীণ ক্রীড়ানুশীলন জোরদার হবে

cri
    এবছরের মার্চ মাসে চীনের জাতীয় গণ কংগ্রেস ও পরামর্শ সম্মেলনের বার্ষিক নিয়মিত অধিবেশনে আগের মতো কৃষি , গ্রামাঞ্চল আর কৃষকদেরকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে আলোচনা করা হয়েছে । আগের বছরগুলোর চেয়ে এবছরের ভিন্ন বিষয় হচ্ছেঃ এক, চীন সরকার সমাজতান্ত্রিক নতুন গ্রামাঞ্চল গড়ে তোলা সংক্রান্ত একটি দলিল প্রকাশ করেছে; দুই , প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'র প্রদত্ত সরকারী কাজকর্ম বিষয়ক রিপোর্টে কৃষি ও গ্রামাঞ্চলের উন্নয়ন সমর্থন সম্পর্কিত যে নীতি ও ব্যবস্থা উপস্থাপন করা হয়েছে , তা আগের যে কোনো বছরের চেয়ে বেশি হয়েছে । নতুন গ্রামাঞ্চল গড়ে তোলার জন্য অধিবেশনে অংশগ্রহনকারী প্রতিনিধি আর সদস্যরাও নানা রকম প্রস্তাব দিয়েছেন । এর মধ্যে রাজনৈতিক পরামর্শ সম্মেলনের কিছু সংখ্যক সদস্য এই মত প্রকাশ করেছেন যে , গ্রামাঞ্চলের গণ-পরিসেবা ব্রতের নির্মাণকাজ জোরদার করার একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছেঃ গ্রামীণ ক্রীড়া ব্রতের নির্মাণকাজ জোরদার করা ।

    চীনে শহর ও গ্রামাঞ্চলের বৈষম্য সামাজিক জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় । ক্রীড়া ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় । যদিও চীনের বেশি ভাগ কৃতী খেলোয়াড় গ্রামাঞ্চল থেকে এসেছেন , কিন্তু গ্রামাঞ্চলে ক্রীড়ানুশীলনের সুযোগ তেমন নেই ।

    শহরের চেয়ে গ্রামাঞ্চলের ক্রীড়ানুশীলন অনুন্নত । তার মূল কারণ হচ্ছেঃ গ্রামাঞ্চলে ক্রীড়া ব্যবস্থা আর অর্থ বরাদ্দের অভাব , কৃষকদের অবসর সময় কম আর গ্রামাঞ্চলে ক্রীড়ানুশীলন ব্যবস্থাপনার শক্তি দুর্বল ।

    চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় পরিষদের সদস্য , সাবেক কৃষি মন্ত্রী ছেন ইয়াও পাং এ কথা বলেছেন । তিনি চীনের কৃষক ক্রীড়া সমিতির চেয়ারম্যানও । চীনের কৃষক ক্রীড়া সমিতির অনুমান অনুযায়ী , চীনে যে সব গ্রামে কমপক্ষে একটি স্ট্যান্ডার্ড খেলার মাঠ আর উপযোগী ক্রীড়া ব্যবস্থা আছে , সে সব গ্রামের সংখ্যা মাত্র দেশের গ্রামের মোট সংখ্যার এক পঞ্চমাংশেরও কম । এর মধ্যে বেশির ভাগ গ্রাম পূর্ব চীনের স্বচ্ছল অঞ্চলগুলোতে কেন্দ্রীভূত রয়েছে ।

    তবু পরিশ্রমী আর বুদ্ধিমান চীনা কৃষকরা সুষ্ঠুভাবে খেলার মাঠ আর সামগ্রীর অভাব কাটিয়ে উঠেন । ছেন ইয়াও পাং বলেছেন , বহু গ্রামাঞ্চলে যার যার বৈশিষ্ট্য অনুযায়ী ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয় । তারা কৃষি কর্মে ব্যবহার্য ব্যবস্থার সংগে ক্রীড়া ব্যবস্থার সমন্বয় করে ।

    যেমন মধ্য চীনের হুপেই প্রদেশে খেলার মাঠ বাস্কেটবল খেলার সংগে সংগে শস্য খোলার মাঠ হিসেবেও ব্যবহার করা হয় ।

    খেলার মাঠে ফসল কাটার সময় ফসল শুকানো ও খোলা হয় আর শীতকালে তা বাস্কেটবল খেলার মাঠ হিসেবে ব্যবহার হয় । এ প্রসংগে চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য , রাষ্ট্রীয় ক্রীড়া ব্যুরোর উপ-মহাপরিচালক চাং ফা ছিয়াং বলেছেন ,

    গ্রামাঞ্চলে খুব বিরাটাকারের ক্রীড়া ব্যবস্থা নির্মাণ করার দরকার নেই । টেবিল টেনিস খেলাসহ বহুমুখী ব্যবহার্য একটি খেলার মাঠ নির্মাণ করলে চলে । এই মাঠ ফসল শুকানো ও খোলা , জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন , ছায়াছবি দেখানো প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার করা যায় ।

    ছেন ইয়াও পাং মনে করেন যে , খেলার মাঠ আর ব্যবস্থার ভাল বা মন্দ অবস্থা হোক না কেন , গত কয়েক বছরে চীনের গ্রামাঞ্চলে ক্রীড়ানুশীলন সুষ্ঠুভাবে চালানো হয়েছে । ক্রীড়ানুশীলনে একদিকে কৃষকদের সুস্বাস্থ্য ও কৃষিকর্মের সামর্থ্য উন্নত করা যায় , অন্য দিকে কৃষকদের অবসর জীবনযাপনও স্ফূর্তিপূর্ণ হয় ।

    এখন কৃষকরা সবাই বুঝতে পেরেছেন যে , কৃষকদের সুস্বাস্থ্য উন্নত করা আর ক্রীড়ানুশীলন চালানো খুবই গুরুত্বপূর্ণ । যেমন ড্রাগণ ও সিংহ নৃত্য , ড্রাগণ নৌকা চালানো , দড়ি টানাটানির প্রতিযোগিতা, বাস্কেটবল ও টেবিল টেনিস প্রতিযোগিতা গ্রামীবাসীদের খুব আকর্ষণ করে । এই সব তত্পরতার মাধ্যমে কৃষকদের অবসরকালীন সখ আর কৃষি কর্মের উত্সাহ বেড়ে যাবে । ফলে গ্রাম ও গ্রামবাসীদের প্রতি তাদের স্নেহ ও ভালবাসা উদ্বুদ্ধ করা হবে । তা ছাড়া এই সব ইতিবাচক আমোদ প্রমোদের মাধ্যমে মানুষে মানুষে সম্পর্ক আর সমাজের সুষমতাও উন্নত হয়েছে ।

    ক্রীড়া তত্পরতা বেড়ে যাওয়ায় কৃষকদের অবসরকালীন কৌতূহল স্ফূর্তিপূর্ণ হয়েছে । তারা গ্রামাঞ্চলের কুসংস্কার পছন্দ করেন না । জানা গেছে , যে সব থানায় ক্রীড়া তত্পরতা বেশি আয়োজন করা হয় , সে সব থানায় জুয়া কম । কারণ অবসর সময়ের ক্রীড়া তত্পরতা তাদের আকর্ষণ করে , অন্য ধরনের কুসংস্কারের ক্ষেত্রে তাদের আগ্রহ নেই ।

    ক্রীড়া অনুশীলনের উপকার সত্যি বেশি আছে । সমগ্র দেশের গ্রামাঞ্চলে সার্বিকভাবে ক্রীড়া অনুশীলন চালাতে হলে সরকারের অর্থ বরাদ্দ আর সমর্থন অপরিহার্য । সুতরাং রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য চাং ফা ছিয়াং এই প্রস্তাব করেন যে , গ্রামাঞ্চলের ক্রীড়া ব্যবস্থান নির্মাণ খাতে কেন্দ্রীয় সরকারী অর্থ বরাদ্দ বাড়াতে হবে । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , গ্রামাঞ্চলের ক্রীড়া ব্যবস্থা নির্মাণের জন্য এবছর চীনের রাষ্ট্রীয় সংস্কার ও উন্নয়ন কমিটি ৩ কোটি ইউয়ান অর্থ বরাদ্দ করার একটি পরিকল্পনা প্রণয়ন করেছে । গ্রামাঞ্চলের ক্রীড়া ব্রতের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য তিনি রাষ্ট্রীয় ক্রীড়া ব্যুরোর কাছে ক্রীড়া লটারী তহবিল থেকে যথোচিত অর্থ বরাদ্দ করার প্রস্তাব দিয়েছেন ।

    আমার মনে হয় , চীনের কেন্দ্রীয় আর্থিক শক্তি অনেক উন্নত হয়েছে । গ্রামে গ্রামে বেতার ও টেলিভিশন দেখার ব্যবস্থার মতো গ্রামাঞ্চলে ক্রীড়া অনুশীলনের ব্যবস্থা গড়ে তুলতে হবে । কিন্তু গ্রামে গ্রামে এই ধরনের ব্যবস্থা গড়ে তোলার জন্য সব মিলিয়ে ১০ থেকে বিশ কোটি ইউয়ান অর্থ বরাদ্দ লাগবে । বিশ্বাস করি , ৫ বছর পর চীনের গ্রামে গ্রামে ক্রীড়া অনুশীলনের ব্যবস্থা সুসম্পন্ন হবে ।

    গ্রামাঞ্চলে ক্রীড়া অনুশীলনের ব্যবস্থা গড়ে তোলার জন্য শুধু অর্থ বরাদ্দ তা নয় , নীতি আরো গুরুত্বপূর্ণ । চীন সরকার সামনের ৫ বছরের কাজকর্ম সংক্রান্ত একটি কার্যক্রমে উল্লেখ করেছে , গ্রামাঞ্চলের বুনিয়াদি ব্যবস্থার নির্মাণকাজ জোরদার করার সংগে সংগে শিক্ষা , স্বাস্থ্য , সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে গ্রামীণ গণ-পরিসেবা ব্রতের নির্মাণকাজও জোরদার করতে হবে ।