২৫ মে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ানছাও পেইচিংয়ে জোর দিয়ে বলেছেন, চীন ও জাপানের সম্পর্কের পরিবর্তন ও উন্নয়ন বাস্তবায়ন করতে চাইলে , ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধাতর্পণ করার সমস্যা এড়ানো যায় না ।
সাংবাদিক সম্মেলনে তিনি দোহায় চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ব্যাখ্যা দিয়েছেন । তিনি বলেছেন, বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাওশিং জাপানের নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের প্রথম শ্রেণীর যুদ্ধপরাধীদের ইয়াসুকুনি সমাধিকে শ্রদ্ধাতর্পণ করার সমস্যায় চীনের মতাধিষ্ঠান বর্ণনা করেছেন । তিনি উল্লেখ করেছেন যে, এই সমস্যা আসলে দু'দেশের সম্পর্কের পরিবর্তন ও উন্নয়নের গুরুতর বাধায় পরিণত হয়েছে , দু'দেশের রাজনৈতিক ভিত্তি বিনষ্ট করেছে । এটা হচ্ছে দু'দেশের সম্মুখীন সবচেয়ে জরুরী ও কঠিন সমস্যা ।
তিনি আরো বলেছেন, এবারকার বৈঠক দু'দেশের সম্পর্কের পরিবর্তন ও উন্নয়নে সহায়ক হবে । বৈঠকে দু'পক্ষ একমত হয়েছে যে , মিলিতভাবে দু'দেশের সম্পর্কের উন্নয়নের বাধা বাতিল করবে এবং অন্যান্য ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা জোরদার করবে । চীন জাপানের অধিষ্ঠানে সক্রিয়ভাবে মূল্যায়ন করেছে ।
|