গ্রীসে সরকারী ও শুভেচ্ছা সফররত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাংকো ২৫ মে এথেন্স থেকে গ্রীসের বৃহত্তম ক্রিট দ্বীপে পৌঁছে তার গ্রীস সফর অব্যাহত রেখেছেন ।
এথেন্স ত্যাগের আগে গ্রীসের প্রধানমন্ত্রী কোস্তাস কারামানলিস উ পাংকোর সঙ্গে সাক্ষাত করেছেন । দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক ও নৌচলাচল সহযোগিতা জোরদার সম্পর্কে একমত হয়েছেন ।
ভূমধ্য সাগরে অবস্থিত দক্ষিণ গ্রীসের ক্রিটদ্বীপ ইউরোপের সভ্যতার উত্স । ক্রিটের সংস্কৃতি যেমন গ্রীসের তেমনি ইউরোপের সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণএবং গোটা মানবজাতির সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে । উ পাংকো দ্বীপের যাদুঘর ও কৃষি সমবায় পরিদর্শন করবেন ।
|