ভাল লাগে সি.আর.আই, ভাল লাগে চীন
তাই শুনি সি.আর.আই দিনের পর দিন ।
মায়ের ভাষায় সব খবর মধুর কন্ঠে শুনি
সি.আর.আইকে তাই আমি আপন বলেই জানি ।
হিন্দি, বাংলা ইংলিশ কিংবা উর্দু অনুষ্ঠান
রাতে শুনি দিনে শুনি জুড়ায় আমার প্রাণ।
শ্রোতাদের ভালবাসা সি.আর.আই আঁকড়ে ধরে,
তাইতো চিঠি লিখলাম আমি সি.আর.আই'র তরে ।
---বাংলাদেশের পাবনা জেলার ডি এক্স রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি মোঃ ফিরোজ আলম
|