v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-25 18:44:25    
২৫ মে

cri
    **রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত

    ১৯৯৭ সালের ২৪ মে হোল্যান্ডের হেগ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার সদস্যদেশগুলোর প্রথম অধিবেশন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে২৫ মে "রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা" আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ।

    "রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা" সদস্যদেশগুলোর অধিবেশন, কার্যনির্বাহী পরিষদ ও প্রযুক্তি সচিবালয় তিনটি প্রধান সংস্থা নিয়ে গঠিত , এর সদরদফতর হেগে অবস্থিত ।

    সদস্যদেশগুলোর তিন সপ্তাহব্যাপী এবারের অধিবেশন চলাকালে "রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি" অনুমোদনকারী ৮৮টি দেশের প্রতিনিধিরা ৪১টি সদস্য দেশ নিয়ে গঠিত কার্যনির্বাহী পরিষদ নির্বাচন করেন । "রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি" স্বাক্ষরকারী ১৬৫টি দেশ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অধিবেশনে অংশগ্রহণ করেন ।

    **উপসাগরীয় সহযোগিতা কমিটির শীর্ষ সম্মেলনের জন্ম ১৯৮১ সালের ২৫ মে উপসাগরীয় সহযোগিতা কমিটির প্রথম শীর্ষ সম্মেলন সংযুক্ত আরব আমীরাতের রাজধানী আবুধাবিতে শুরু হয় । ছয়টি সদস্য দেশের নেতারা কমিটির সনদ স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে উপসাগরের প্রথম আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেন ।

    উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত আরব আমীরাতের প্রেসিডেন্ট সংক্ষিপ্ত ভাষণ দেন । তারপর ছয়টি সদস্য দেশের নেতারা "উপসাগরীয় সহযোগিতা কমিটির সনদ" স্বাক্ষর করেন । এ ছয় দেশের নেতা ছিলেন : সৌদি আরবের রাজা খালিদ, সংযুক্ত আরব আমীরাতের প্রেসিডেন্ট জায়িদ, কুয়েতের আমির জাবের, কাতারের আমির হালিফা ,বাহরাইলের আমির ইসা এবং ওমানের রাষ্ট্রপ্রধান কাবুস ।

    ২৬ মে সমপনী অনুষ্ঠানে প্রকাশিত ইস্তাহারে বলা হয় , উপসাগরীয় সহযোগিতা কমিটি প্রতিষ্ঠার উদ্দেশ্য হল : উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা বাড়ানো , পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং সম্বনয়, একীকরণ ও পারস্পরিক যোগাযোগ বাস্তব করা ।

    ১৯৮১ সালের ৪ ফেব্রুয়ারী সৌদি আরব, কাতার, কুয়েত, বাহবায়ের , সংযুক্ত আরব আমীরাত আর অমান ছয়টি উপসাগরীয় দেশের উদ্যোগে উপসাগরীয় সহযোগিতা কমিটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয় । এর উদ্দেশ্য হল : উপসাগরীয় দেশগুলোর মধ্যে রাজনীতি, অর্থনীতি ও সামরিক ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা ও সম্বনয় জোরদার করা । রাষ্ট্রপ্রধানদের সর্বচ্চো কমিটি আর মন্ত্রী কমিটি হচ্ছে এই সংস্থার নেতৃত্ব সংস্থা । এর স্থায়ী সচিবালয় সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ।

    **চীনের পর্বতারোহীরা উত্তর দিক থেকে চুমুলাংমা জয় করেন

    ১৯৬০ সালের ২৫শে মে ৪টা ২০মিনেটে , চীনের পর্বতারোহী দলের তিন জন পর্বতারোহী (ওয়াং ফু জৌ, কুং বু আর ছুই ইন হুয়া) প্রথমবারের মত উত্তর দিক থেকে চুমুলাংমায় আরোহণ করেন। মানবজাতির ইতিহাসে এই প্রথম উত্তর দিক থেকে চীনারা চুমুলাংমার জয় করলৈন ।চুমুলাংমার প্রধান শৃংগে চীনের পর্বতারোহীরা একটি জরিপ-দন্ড দাড় করেন । তা দিয়ে চীনের পর্বতারোহীরা চুমুলাংমার নিখুঁট উচ্চতা হিসাব করেন । তিনদ দিনের জরিপের মাধ্যমে তারা জানতে পারেন যে, চুমুলাংমা শৃংগের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৪৮.১৩ মিটার ।

    চীনের পর্বতারোহী দল চুমুলাংমা শৃংগ আরোহণের তত্পরতা ২৫ মার্চ থেকে শুরু হয় । তাঁরা মাত্র দু'মাসের মাধ্যমে সাফল্যের সঙ্গে উত্তর দিক থেকে চুমুলাংমায় আরোহণ করেন ।