২৯ মে থেকে ৩০ মে পর্যন্ত চীন-আসিয়ান উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ১২তম পরামর্শ সম্মেলন অনুষ্ঠিত হবে । চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ তাওয়েই, আসিয়ানের দশটি দেশের উপপররাষ্ট্রমন্ত্রী আর আসিয়ানের মহাসচিব সম্মেলনে অংশগ্রহণ করবেন ।
চীন -আসিয়ান উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ সম্মেলন হচ্ছে দু'পক্ষের গুরুত্বপূর্ণ বার্ষিক পরামর্শ ব্যবস্থা , চীন ও আসিয়ান দেশগুলোতে পালাক্রিমকভাবে অনুষ্ঠিত হয় । এর উদ্দেশ্য দ্বিপাক্ষিক সম্পর্ক আর আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করা , মতাধিষ্ঠান সমন্বয় করা এবং সহযোগিতা জোরদার করা । এ বছর হচ্ছে চীন ও আসিয়ানের মধ্যে সংলাপ প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী এবং "চীন -আসিয়ান বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বর্ষ" । এই বছরের অক্টোবর মাসের শেষ দিকে চীনের কুয়াংশি প্রদেশের নাননিং শহরে "চীন-আসিয়ান স্মারকে শীর্ষ সম্মেলন" অনুষ্ঠিত হবে ।
|