জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রাটিক পার্টি ২৩ মে " বহুমুখী শক্তিসম্পদের কৌশল"-এর মধ্যমেয়াদী রিপোর্ট প্রকাশ করেছে । রিপোর্টটিতে নিউট্রন ব্রীড রি-এক্টরের নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের পাঁচ বছর আগে সম্পন্ন করার এবং শক্তিসম্পদের স্বনির্ভরশীলতার হার ও স্বয়ংভাবে তা উন্নয়নের হার উন্নত করার কথা উল্লেখ করা হয়েছে ।
রিপোর্টটি অনুযায়ী লিবারেল ডেমোক্রাটিক পার্টির "বহুমুখী শক্তিসম্পদের কৌশল"-এর লক্ষ্য হল বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা এবং জাপানের শক্তিসম্পদের নিরাপত্তার নিশ্চয়তাবিধান করা ।এতে ২০৩০ সালে অশোধিত তেলের স্বয়ং উন্নয়নের হার বর্তমানের ১৫ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করা এবং মোট বিদ্যুত উত্পাদন পরিমানে পরমাণু শক্তির সাহায্যে বিদ্যুত উত্পাদনের পরিমাণের অনুপাত উন্নত করা প্রভৃতি অন্তর্ভুক্ত ।
|