বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বুধবার জেনিভায় প্রকাশিত একটি রিপোর্টে দরিদ্র দেশগুলোতে দীর্ঘদিনের রোগের ওষুধের ওপর পেটেন্টের নিষেধাজ্ঞা ভেঙে দেয়ার মত প্রকাশ করেছে যাতে ওষুধের দাম কমিয়ে আনা যায় এবং কোটি কোটি রোগীর জীবন উদ্ধার করা যায় ।
রিপোর্টে বলা হয় , সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৪টি উন্নয়নমুখী দেশের দীর্ঘদিনের রোগ চিকিত্সার ১৪টি ওষুধের ওপর তদন্ত চালানোর পর আবিষ্কার করেছেন যে ,এসব ওষুধের দাম অতি উঁচু । অথচ দীর্ঘদিনের রোগের দরুণ সারা পৃথিবীর ৮০ শতাংশ মৃত্যু ঘটতো এই সব দেশেই । রিপোর্টটিতে বলা হয় , উন্নয়নমুখী দেশগুলোতে এই ধরণের ওষুধের ওপর পেটেন্টের নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে সারা বিশ্বে প্রতি বছর ডায়াবেটিক , হাঁপানি প্রভৃতি রোগে আক্রান্ত সাড়ে ৩ কোটি লোকের প্রাণ বাঁচানো যাবে ।
|