সম্প্রতি চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়েই চিয়াকুও মার্কিন উপ-বাণিজ্যমন্ত্রী ডেভিড এইচ. ম্যাক্কোরমিকসঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন আশা করে যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সহযোগিতা ও দু'দেশের সম্পর্কের দিক থেকে চিন্তা করবে এবং চীনে হাই-টেক রপ্তানীর বাধা আরো কমানো হবে ।
তিনি বলেছেন, দু'দেশের হাই-টেক বাণিজ্যিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ । চীন আশা করে , দ্বিপাক্ষিক হাই-টেক ও কৌশলগত বাণিজ্যিক সহযোগিতার প্রতি যুক্তরাষ্ট্র কোনো নেতিবাচক ব্যবস্থা নেবে না ,এর সঙ্গে সঙ্গে সক্রিয়ভাবে দ্বিপাক্ষিক হাই-টেক ও কৌশলগত বাণিজ্যিক সহযোগিতা নতুনভাবে শুরু করা উচিত ।
ম্যাক্কোরমিক বেঠকে বলেছেন, মার্কিন বাণিজ্যমন্ত্রণালয় চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করতে ইচ্ছুক ,যাতে চীনে বেসামরিক হাই-টেক ও কৌশলগত বাণিজ্য আরো সম্প্রাসারণ করা যায় ।
সাম্প্রতিক বছরগুলোতে চীন ও যুক্তরাষ্ট্রের হাই-টেক বাণিজ্য সহযোগিতা অব্যাহতভাবে জোরদার হচ্ছে ।২০০৬ সালের মে মাসে চীন-মার্কিন বাণিজ্য যৌথ কমিটির ১৭তম সম্মেলনে দু'দেশের বাণিজ্যমন্ত্রণালয় হাই-টেক ও কৌশলগত বাণিজ্য দল প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে ।
|