চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও বুধবার একটি সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেছেন , মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ২০০৬ সালে চীনের সামরিক শক্তির যে বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে, চীন পক্ষ তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করছে এবং তার দৃঢ বিরোধিতা ব্যক্ত করছে ।
লিউ চিয়ান ছাও সমালোচনা করে বলেছেন, এই রিপোর্ট এখনো স্নায়ু যুদ্ধের ভাবধারা আঁকড়ে ধরে চীনের সামরিক শক্তির ও সামরিক ব্যয় ফলাও করে প্রচার করেছে এবং অব্যাহতভাবে চীনের তথাকথিত হুমকির অসার উক্তি ছড়িয়েছে । তিনি বলেন , চীন শান্তি ও উন্নয়নের পথে অটল রয়েছে এবং আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি অনুসরণ করছে । আন্তর্জাতিক সমাজ সর্বসম্মতিক্রমে মনে করে যে , চীন এখন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও বিশ্ব শান্তি ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে দাঁড়িয়েছে ।
লিউ চিয়ান ছাও আরো বলেন , তাইওয়ান হচ্ছে চীনের ভূখন্ডের একটি অবিচ্ছেদ্য অংশ ।
|