আগামী ৫ বছরে চীনের জাতীয় প্রাকৃতিক বিজ্ঞান তহবিল কমিটি বুনিয়াদি বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বিরাটমাত্রায় বাড়িয়ে দেবে । এই বরাদ্দ ২০ বিলিয়ন ইউয়ানে উন্নীত হয়ে আগেকার ২০ বছরের মোট বরাদ্দকে ছাড়িয়ে যাবে ।
বুনিয়াদি বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে সহায়তা করার জন্যে চীন সরকার জাতীয় প্রাকৃতিক বিজ্ঞান তহবিল গঠন করে । তহবিল গঠনের পর গত ২০ বছরে ১ লাখেরও বেশি প্রকল্পে ১৮ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে ।
এই তহবিল কমিটির পরিচালক ছেন ই ইয়ু ২৫ মে পেইচিংয়ে অনুষ্ঠিত এক বৈজ্ঞানিক ফোরামে বলেছেন , আগামী ৫ বছরে এই তহবিল বুনিয়াদি বিজ্ঞানের গবেষণার দশ হাজার প্রকল্পের জন্যে আর্থিক সহায়তা দেবে ।
|