ভিয়েতনামস্থ চীনা রাষ্ট্রদূত হু ছিয়েন ওয়েন ২৪ মে জানিয়েছেন, ঘূর্ণিঝড় মুক্তায় নিখোঁজ ভিয়েতনামি জেলে ও জাহাজের উদ্ধারে চীন অব্যাহতভাবে প্রয়াস চালাবে। ভিয়েতনামের কর্মকর্তারা চীনের এই তত্পরতার উচ্চ প্রশংসা করেছেন।
রাষ্ট্রদূত হু ছিয়েন ওয়েন বলেছেন, চীনের যোগাযোগ মন্ত্রণালয় ২৪ মে সম্মেলন আয়োজন করে নিখোঁজ ভিয়েতনামি জেলেদের উদ্ধারের ব্যবস্থা করেছে। সম্মেলনে আরো বেশী কর্মকর্তা পাঠিয়ে উদ্ধারের ক্ষেত্র বিস্তারিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভিয়েতনামের ছুয়ান দোই হান দান পত্রিকা ও হা নৈ মৈ পত্রিকা ২৪ মে চীনের উদ্ধারের তত্পরতা নিয়ে ব্যাপক রিপোর্ট করেছে।
ভিয়েতনামের চেয়ারম্যান ত্রান তুক লুং ও কেন্দ্রী বন্যা-বিরোধী কমিটির পরিচালক লি হুইস নং প্রমূখ চীনের এই তত্পরতায় কৃতজ্ঞতা জানিয়েছেন এবং প্রশংসা করেছেন।
|