২৪ মে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সভাপতিত্বে রাষ্ট্রীয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির এক অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে , পরবর্তী পাঁচ বছরে চীন বিশেষভাবে বিকলাঙ্গদের ব্রতউন্নয়ন জোরদার করবে ।
অধিবেশনটিতে পর্যালোচনা করে নীতিগতভাবে পরবর্তী পাঁচ বছরে " চীনা বিকলাঙ্গদের ব্রত উন্নয়ন কর্মসূচি" অনুমোদন করা হয় । অধিবেশনে আহবান জানানো হয় যে , পরবর্তী ৫ বছরে বিভিন্ন স্তরের সরকার ও সংশ্লিষ্ট সংস্থাকে বিকলাঙ্গদের আরোগ্য ও সাহায্য প্রকল্প বাস্তাবায়িত করতে হবে যাতে আরও বেশি বিকলাঙ্গ ভিন্ন মাত্রায় আরোগ্য লাভ করতে পারেন , সত্যিকারভাবে বিকলাঙ্গদের শিক্ষা লাভের অধিকার নিশ্চয়তা বিধান করতে হবে এবং ভালভাবে বিকলাঙ্গদের কর্মসংস্থানের ও সামাজিক নিরাপত্তার নিশ্চয়তাবিধানের কাজ চালাতে হবে , গ্রামাঞ্চলের বিকলাঙ্গদের দারিদ্র্য বিমোচন করতে হবে যাতে গ্রামাঞ্চলের ১ কোটি বিকলাঙ্গদের খাবার ও পরার সমস্যা সমাধান হয় এবং এদের আর্থিক আয় স্থিতিশীলভাবে উন্নত হয় ।
চীনে মোট ৬ কোটি বিকলাঙ্গ মানুষ আছেন , এটা চীনের মোট লোকসংখ্যার ৫ শতাংশ ।
|