২৪ মে চীন ও ফ্রান্স আলাদা আলাদভাবে পেইচিং ও প্যারিসে প্রকাশ করেছে যে, আনুষ্ঠানিকভাবে ৮শোজন যুবকের সফর বিনিময় পরিকল্পনা চালু হয়েছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও আর ফ্রান্সের প্রধানমন্ত্রী ডোমিনিক দ্য ভিলেপিন আলাদা আলাদাভাবে তারবার্তা পাঠিয়েছেন।
এ পরিকল্পনা অনুযায়ী, ২০০৬ সালে চীন সরকারের আমন্ত্রণে ৪শোজন ফ্রাসী যুবক চীন সফর করবেন, ২০০৭ সালে ফ্রান্স সরকারের আমন্ত্রণে ৪শোজন চীনা যুবক ফ্রান্স সফর করবেন।
ফ্রান্সের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী জিন-ফ্রান্কোইস লামোর এবং ফ্রান্সস্থ চীনের রাষ্ট্রদূত চাও চিনজুন সেদিন প্যারিসে অনুষ্ঠিত সংবাদসম্মেলনে অংশ নিয়েছেন। লামোর বলেছেন, চীনের সঙ্গে ফ্রান্সের ঐতিহ্যিক সাংস্কৃতিক আদান-প্রদান আছে, ফ্রান্স-চীন যুব আদান-প্রদান দু'দেশের ব্যক্তিত্ব, সংস্থা ও কম্পানির সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে।
চাও চিনজুন আশা করেন, এবারকার আদান-প্রদান একটি সুষ্ঠু শুরু হবে, এবং চীন-ফ্রান্স যুব আদান-প্রদানের স্থাযী ব্যবস্থা হবে।
|