চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়াস্যুয়েন ২৫ মে পেইচিংয়ে চীনস্থ আফ্রিকান মিশনের উদ্যোগে আয়োজিত " আফ্রিকা দিবসের ৪৩তম বার্ষিকীর অভ্যর্থনানুষ্ঠানে বলেছেন , চীন সরকার চীন-আফ্রিকা সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় , চীন চিরকালই আফ্রিকার ভাল বন্ধু , ভাল ভাই এবং ভাল অংশীদার ।
থাং চিয়াস্যুয়েন বলেছেন , এ বছর নয়া চীন ও আফ্রিকান দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী । ৫০ বছর ধরে চীন ও আফ্রিকার উচ্চ পর্যায়ের মধ্যে ঘনঘন সফর বিনিময় হযেছে , দুপক্ষের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক গভীরভাবে সম্প্রসারিত হয়েছে , আন্তর্জাতিক বিষয়াদিতে দুপক্ষ পরস্পরকে সমর্থন ও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে আসছে । চীন অবিচলিতভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করবে , আগের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তি রক্ষা ও অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে প্রচেষ্টা চালিয়ে যাবে ।
চীনস্থ আফ্রিকা মিশনের নেতা , কামেরুনের রাষ্ট্রদূত এলেইহ এল্লে এতিয়ান ভাষণে বলেছেন , ২০০৬ সাল চীনের কূটনীতির "আফ্রিকা বর্ষ" । চীন-আফ্রিকা সম্পর্ক সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন, পরস্পরের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ না করা ও পারস্পরিক উপকারিতা ও কল্যাণের নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে । দুপক্ষের সহযোগিতা আন্তরিকতাপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে । আফ্রিকা বিশ্বাস করে যে , আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষসম্মেলন অবশ্যই চীন-আফ্রিকান সম্পর্ককে এক নতুন পর্যায়ে উন্নীত করবে ।
|