১৯৯৮ সালে ফিলিপিনসের সাবেক প্রেসিডেন্ট রামোস, অস্ট্রেলিয়ার সাবেক প্রেসিডেন্ট হক ও জাপানের সাবেক প্রসিডেন্ট মোরিহিরো হোসোকাওয়া এশীয় ফোরাম প্রতিষ্ঠার প্রস্তাব করেন।
২০০১সালের ২৭ ফেব্রুয়ারী, ২৬টি দেশের প্রতিনিধিরা চীনের হাইনান প্রদেশের বোআও বোআও এশীয় ফোরাম প্রতিষ্ঠা ঘোষণা করেন এবং "বোআও এশীয় ফোরাম ঘোষণা" গ্রহণ করেন। চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং চেমিন ফোরামে অংশ নেন।
২০০২ সালের ১১ এপ্রিল বোআও এশীয় ফোরামের কাউন্সিল নির্বাচন হয়। ফিলিপিনসের সাবেক প্রেসিডেন্ট কোন্সুল জেনারেলের পদে নিযুক্ত হন, চীনের সাবেক বৈদেশিক অর্থ ও বাণিজ্য মন্ত্রী চাং সিয়াং মহাসচিবের পদে নিযুক্ত হন।
২০০২ সালের ১২ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত, বোআও এশীয় ফোরামের প্রথম বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়, প্রসঙ্গ ছিল "নতুন শতব্দী, নতুন চ্যালেঞ্জ, নতুন এশিয়া—এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন"। ৪৮টি দেশ ও অঞ্চলের ১৯০০জনেরও বেশি প্রতিনিধি ফোরামে অংশ নেন। চীনের সাবেক প্রধানমন্ত্রী চু রোংচি সম্মেলনে অংশ নেন এবং ভাষণ দেন।
২০০৩ সালের ২০ জানুয়ারী, বোআও এশীয় ফোরাম কাউন্সিলের টোকিও সম্মেলনে চীনের সাবেক বৈদেশিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী লং ইয়োংথু মহাসচিবের পদে নিযুক্ত হন।
২০০৩ সালের ২২ সেপ্টেম্বর, বোআও এশীয় ফোরামের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়, চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়াং চেমিন তার নামকরণ।
২০০৩ সালের পয়লা নভেম্বর, বোআওতে বোআও এশীয় ফোরামের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বোআও এশীয় ফোরামের প্রতিষ্ঠার পর প্রথম আনুষ্ঠানিক নিয়ম আর সংশ্লিষ্ট দলিলপত্র গৃহীত হয়।
২০০৩ সালের ২ থেকে ৩ নভেম্বর পর্যন্ত, চীনের হাইনান প্রদেশের বোআওতে বোআও এশীয় ফোরামের ২০০৩ সালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, প্রসঙ্গ ছিল "এশিয়ার অভিন্ন স্বার্থ অন্বেষণ কর, সহযোগিতা জোরদার কর"। ৩০টির বেশি দেশ ও আঞ্চলের ১২০০জনেরও বেশি প্রতিনিধি ফোরামে অংশ নেন। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও সম্মেলনে "সুযোগ আঁকড়ে ধরা, চ্যালেঞ্জ মোকাবেলা করা, অভিন্ন কল্যাণ অর্জন করা" নামক ভাষণ দেন।
২০০৪ সালের ২৪ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বোআও এশীয় ফোরামের ২০০৪ সালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রসঙ্গ ছিল "এশিয়ার অভিন্ন কল্যাণ অন্বেষন: একটি উন্মুক্ত এশিয়া", ৩৫টি দেশ ও অঞ্চলের ১০০০জনেরও বেশি রাজনীতি, শিল্প ও ব্যবসা মহলের ব্যক্তিরা, বিশেষজ্ঞ ও পন্ডিতরা সম্মেলনে অংশ নেন। চীনের প্রেসিডেন্ট হু চিনথাও "চীনের উন্নয়ন, এশিয়ার সুযোগ" নামক মূল বক্তব্য দেন।
(হু চিনথাও ২০০৫ সাল বার্ষিক সম্মেলনে ভাষণ দেন)
২০০৫ সালের ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত, বোআও এশীয় ফোরামের ২০০৫ সালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রসঙ্গ ছিল "এশিয়ার অভিন্ন কল্যান অন্বেষণ, এশিয়ার নতুন ভূমিকা"। চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিংলিন সম্মেলনে অংশ নেন এবং "সার্বিক সহযোগিতা উন্নয়ন করা, সম্প্রীতিময় সমৃদ্ধ এশিয়া প্রতিষ্ঠা করা" নামক মূল বক্তব্য দেন।
|