চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন, বিজ্ঞানের ওপর নির্ভর করে চীনের আর্থ-সামাজিক বিকাশকে বিজ্ঞানসম্মত বিকাশের গতিপথে নিয়ে যেতে হবে ।
পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের বিজ্ঞান ও প্রযুক্তি সমিতির সপ্তম জাতীয় কংগ্রেসে ওয়েন চিয়া পাও এই কথা বলেছেন । তিনি আরো বলেন , চীন তার আত্মসৃজনশীলতা বাড়াবে , বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের প্রাণশক্তি জোরদার করবে , এই ক্ষেত্রের কাঠামোগত সংস্কার আরো গভীরে নিয়ে যাবে এবং সর্বতোভাবে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মীদের ও গোটা সমাজের সৃজনশীলতাকে উদ্দীপিত করবে ।
বর্তমানে চীনে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মীদের সংখ্যা ২ কোটি ১০ লাখে দাঁড়িয়েছে । এ দিক দিয়ে পৃথিবীতে চীনের স্থান প্রথম । তবে উচ্চ স্তরের ব্যক্তিদের এখনো অভাব রয়েছে ।
|