v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-24 19:43:50    
লি চাও শিংয়ের সঙ্গে কাতারের যুবরাজ আর প্রধানমন্ত্রীর সাক্ষাত্

cri
 কাতারের যুবরাজ তামিম বিন হামাদ আল থানি আর প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন খালিফা আল-থানি ২৪ মে দোহায় আলাদা আলাদাভাবে এশিয়ার সহযোগিতা সংলাপের পঞ্চম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে উপস্থিত চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

 তামিম আর আব্দুল্লাহ উভয়ে বলেছেন, কাতার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দেয়, অব্যাহতভাবে এক চীনের নীতি অনুসরণ করে এবং চীনের একায়ন ব্রত সমর্থন করে। কাতার আশা করে, চীনের সঙ্গে রাজনৈতিক আলোচনা জোরদার করবে, অর্থনৈতিক ও বাণিজ্যিক , পুঁজিবিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করবে, আন্তর্জাতিক বিষয়াদিতে দু'দেশের সমন্বয় এবং সহযোগিতা ঘনিষ্ঠ করবে , কাতার ও চীনের সম্পর্ক আর দ্বিপাক্ষিক পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার আরো বিরাট উন্নয়নের জন্য মিলিতভাবে প্রচেষ্টা চালাবে।

 লি চাও শিং বলেছেন, চীন ও কাতারের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর দ্বিপাক্ষিক সম্পর্ক সুষ্ঠুভাবে বিকাশ হয়েছে। দু'পক্ষের অর্থনীতি ও বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রের সহযোগিতা দিনে দিনে ঘনিষ্ঠ হয়েছে এবং ফলপ্রসূ হয়েছে, এতে দু'দেশের জনগণের জন্য বাস্তব উপকার বয়ে এনেছে। চীন তাইওয়ান সমস্যায় কাতারের দেয়া বরাবরের সমর্থনের প্রশংসা করে। চীন কাতারের সঙ্গে পরস্পরের রাজনৈতিক আস্থা জোরদার করতে, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা গভীর করতে, সংস্কৃতি, ক্রীড়া, বেসামরিক বিমান চলাচল, পর্যটন প্রভৃতি ক্ষেত্রে দু'দেশের আদান-প্রদান সম্প্রসারণ করতে ইচ্ছুক, দু'দেশ দীর্ঘকালীন স্থিতিশীল বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন করবে। চীন উপসাগরীয় সহযোগিতা পরিষদ আর আরব দেশগুলোর সঙ্গে মিলে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করবে।