পাকিস্তানের " নিউজ" পত্রিকার এক খবরে প্রকাশ , পাকিস্তানের পূর্বাংশে খাবার পানি দূষিত হওয়ার এক দুঘটনায় ৮জনের মৃত্যু ঘটেছে এবং আড়াই হাজারেরও বেশি লোকের মধ্যে বমি , পাকস্থলির ব্যথা ও উদরাময়ের মত উপসর্গ দেখা দিয়েছে ।
জানা গেছে, এই দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে, পাঞ্জাব প্রদেশের তিনটি শহরের ৫ শ'রও বেশি শিল্পপ্রতিষ্ঠান নদীপথে দূষিত পানি নিশ্কাসন করেছে এবং কেবল একটি শিল্পপ্রতিষ্ঠান নিশ্কাসনেরআগে আংশিক পানি বিশুদ্ধ করার ব্যবস্থা করেছে ।
|