পরবর্তী পাঁচ বছরের প্রত্যোকবছরে বিশ্বব্যাংক চীনকে ১৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বলে অনুমান করা হচ্ছে।
বিশ্বব্যাকের নির্বাহী কমিটি ২৪ মে ২০০৬-২০১০ সাল পর্যন্ত চীনের সঙ্গে গোটা কৌশলগত সহযোগিতা কার্যক্রম অনুমোদন করেছে । অব্যাহতভাবে চীনকে বিশ্ব অর্থনীতিতে অন্তর্ভুক্ত হতে সাহায্য করা , দারিদ্র্য ও ভারসাম্যহীনতা বিমোচন, সম্পদের অভাব ও পরিবেশের চ্যালেন্জের মোকাবেলা করার ক্ষমতা বাড়ানো প্রভৃতি কার্যক্রমটিতে অন্তর্ভুক্ত।
উপরোল্লেখিতলক্ষ্য বাস্তবায়িত করার জন্যে বিশ্ব ব্যাংক ঋণ দেয়ার মাধ্যমে বিদেশে যেতে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সাহায্য করবে , চীনের গ্রামাঞ্চলের মৌলিক সমাজ পরিসেবা ও বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ উন্নয়নে সহযোগিতা করবে এবং চীনের জ্বালানি শক্তির সাশ্রয় ও দূষণ সমাধানে সাহায্য করবে । তাছাড়া চীনের সঙ্গে সহযোগিতা করে আর্থিক সংস্থা ও সরকারী সংস্থার সংস্কার ত্বরান্বিত করবে ।
|