থাইল্যান্ডের সংবাদমাধ্যমের ২৪ মের খবরে প্রকাশ , পর পর কয়েক দিনের অতিবৃষ্টি এবং কাদামাটি ও শিলা প্রবাহ হওয়ায় উত্তর থাইল্যান্ডে প্রায় ৪০জন লোক মারা গেছেন এবং কয়েকশ'জন লোক নিখোঁজ হয়েচেন , বিপুল সংখ্যক নাগরিক বন্যায় আটকে রয়েছেন ।
২৪ মে ভোর বেলা পর্যন্ত উত্তর থাইল্যান্ডের চাংওয়াট উত্তারাতি প্রদেশের ত্রিশাধিকলোকের মৃত্যু নিশ্চিত হয়েছে। বন্যার ফলে গাড়ি চলাচল , বিদ্যুত ও টেলিযোগাযোগ ব্যবস্থা কিছু ক্ষণের জন্যে চ্ছিন্ন হয়েছে বলে ত্রানকাজ অসুবিধার সম্মুখীন হচ্ছে। এই এলাকার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে , বন্যার ফলে শতশত লোককেহাসপাতালে পাঠানো হয়েছে এবং হাজারহাজার লোক গৃহহারা হয়েছে ।
থাইল্যান্ডের সুখথাই প্রদেশে ৫জন লোকের মৃত্যু নিশ্চিত হয়েছে । প্রায় তিন হাজারটি বাড়ি বিধ্বস্ত হয়েছে । বহু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে । চাওয়াট প্রা প্রদেশে তিনজন লোক মারা যান । সেখানে কিছু সড়কপথ বিনষ্ট হয়েছে।
|