সার্বিয়া, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ২৩ মে আলাদা আলাদাভাবে একই দিনে সার্বিয়া ও মন্টিনেগ্রোর মন্টিনেগ্রো প্রজাতন্ত্রের গণভোট কমিটির প্রকাশিত মন্টিনেগ্রোর গণভোটের প্রাথমিক ফলাফলকে সম্মান করার কথা প্রকাশ করেছে।
সার্বিয়া ও মন্টিনেগ্রোর মন্টিনেগ্রো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বোরিস তাদিচ সেদিন সার্বিয়া ও মন্টিনেগ্রোর প্রশাসনিক কেন্দ্র বেলগ্রেডে অনুষ্ঠিত তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, এবারকার গণভোট গণতান্ত্রিক নীতি অনুসরণ করেছে। শান্তিপূর্ণ পরিবেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে বলে তিনি সন্তোষ বোধ করেন এবং গণভোটের ফলাফলকে গ্রহণ করেন।
সেই দিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতা বিষয়ে মন্টিনেগ্রোর জনগণের গণভোটের ফলাফলকে রাশিয়া সম্মান করে। রাশিয়া অব্যাহতভাবে মন্টিনেগ্রো আর সার্বিয়ার সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন করবে।
একই দিন ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক সভাপতি রাষ্ট্র অস্ট্রিয়া ইইউর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলেছে, গণভোট সুষ্ঠুভাবে আয়োজন থেকে প্রতিফলিত হয়েছে যে, মন্টিনেগ্রোর রাজনৈতিক শক্তি পরিপক্ক হয়েছে। ই ইউ পুরোপুরি মন্টিনেগ্রোর জনগণের বাছাইকে সম্মান করে।
|