আন্তর্জাতিক অলিম্পিক কমিশনের ২৯তম অলিম্পিক সমন্বয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন গত সপ্তাহে পেইচিংএ সমাপ্ত হয়েছে। সমন্বয় কমিটির চেয়াম্যান হেইন ভেরব্রুগেন পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, পেইচিং অলিম্পিক গেমস আগের শুধু পরিকল্পনা থেকে একটি বাস্তব পর্যায়ে স্থিতিশীলভাবে উন্নীত হয়েছে। ২০০৬ সালের শেষ দিকে পেইচিংএ পরবর্তী পূণার্ঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিশন বলেছে, ২০০৮ সালের পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসে অংশ গ্রহণকারী ক্রীড়াবিদ আর কমর্কতাদের জন্যে আন্তর্জাতিক পরিবহণ ফি এবং পেইচিংএ থাকাকালে সমস্ত খরচ যুগিয়ে দেওয়া হবে। ২০০১ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আন্তর্জাতিক প্রতিবন্ধী অলিম্পিক কমিটির মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ২০০৮ সালে আয়োজিত অলিম্পিক গেমস থেকে শীতলীণ অলিম্পিক গেমস সহ সকল অলিম্পিক সংগঠন কমিটির একই সময় অলিম্পিক আর প্রতিবন্ধী অলিম্পিক গেমসের আয়োজন করা উচিত। এই চুক্তিতে নির্ধারিত হয় যে, দুটো গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ আর কর্মকর্তারা যে সেবা আর মর্যাদা উপভোগ করেন তা সমান হওয়া উচিত।
আন্তর্জাতিক কুস্তি ফেডারেশন সম্প্রতি ঘোষণা করেছে ,পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ –এ নারী কুস্তি প্রতিযোগিতায় আগের মতো চারটি ইভেন্ট বজায় রাখা হবে। স্বর্ণপদকের সংখ্যাও আগের মতো থাকবে। কিন্তু প্রতি ইভেন্টে একটি ব্রোন্জও পদক বাড়বে। এর আগে পেইচিং অলিম্পিক গেমসে নারী কুস্তি প্রতিযোগিতায় আগের চারটি ইভেন্ট থেকে সাতটি ইভেন্ট বাড়ানের জন্যে আন্তর্জাতিক কুস্তি ফেডারেশন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন করেছে। কিন্তু কিছু দিন আগে আয়োজিত একটি অধিবেশনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই প্রস্তাব নাকচ করেছে।
বিশ্ব নারী ভারী আসির প্রতিযোগিতা ২১ মে চীনের নানচিন শহরে সমাপ্ত হয়েছে। জার্মানী দল দলগত প্রতিযোগিতার চ্যাম্পীয়ন হয়েছে। ফ্রান্স আর দক্ষিণ কোরিয়া দল যথাক্রমে দ্বিতীয় আর তৃতীয় হয়েছে। চীন দল চতুর্থ হয়েছে।
২০ মে মরক্কোতে সমাপ্ত নারী লং টেনিস প্রতিযোগিতার দ্বৈত ফাইনালে চীনের খেলোয়াড় জেন চি আর আন জি মার্কিন খেলোয়াড় হারক্রেরোড আর মাট্টেককে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়েছেন।
২০০৫-২০০৬ সালের ইউরোপ ফুটবল ক্লাবের চ্যাম্পীয়ন লীগ ফাইনাল খেলা ১৭ মে প্যারিসে শুরু হয়। স্পেনের বারসেলোনা দল ২:১ গোলে ইংল্যান্ডের আরসেনাল দলকে পরাজিত করে ইউরোপীয় চ্যাম্পীয়ন কাপ অর্জন করেছে। এতক্ষণ দেশ বিদেশের খেলার খবর শুনলেন। এখন অলিম্পিক গেমস সম্পর্কে কিছু শোনাবো।
|