২৩ মে কুয়েত উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ আল-সাবাহ বলেছেন, কুয়েত ও রাশিয়া এক মত হয়েছে যে, রাজনৈতিক আর কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে ইরানের পরমাণু সমস্যা সমাধান করা উচিত।
তিনি সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইরানের পরমাণু সমস্যার জন্যে একটি শান্তিপূর্ণ, রাজনৈতিক ও কূটনৈতিক উপায় খোঁজা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমানে এ অঞ্চল স্থিতিশীল হওয়া উচিত, যাতে অর্থনৈতিক প্রতিষ্ঠা ও উন্নয়নের কর্মসূচি বাস্তবায়ন করা যায়।
লাভরোভ বলেছেন, দু'পক্ষ মনে করে শান্তিপূর্ণ উপায়ে ইরানের পরমাণু সমস্যা সমাধান করা উচিত। তিনি বলেছেন, রাশিয়া বিশ্বাস করে আন্তর্জাতিক সম্পর্কে সশস্ত্র শক্তিতে সংকট সমাধান করা উচিত নয়। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের উচিত গঠনমূলক অবস্থানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সার্বিক সহযোগিতা করা।
|