v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-24 15:47:38    
২৪ মে

cri

যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম টেলিগ্রাম আবিষ্কৃত

১৮৪৪ সালের ২৪ মে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সংসদভবন থেকে মার্কিন আবিষ্কারক মোর্স (মোরিস) ৪০ মাইল দূরের বাল্টিমোর শহরে বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠান। তার পর বেতারযন্ত্রের অনেক উন্নতি ও সংস্কার সাধিত হয় এবং তা দ্রুত জনপ্রিয় হয় । ১৮৫৮ সালে ইউরোপের অনেক দেশের যৌথ উদ্যোগে মোর্সকে ৪ লক্ষ ফ্রাংক পুরস্কারে ভূষিত করা হয়।

কান চলচ্চিত্র উত্সবে " প্রিয়তমার সঙ্গে ছু রাজার বিদায়" নামক চীনা ছায়াছবির পুরস্কার জয়

১৯৯৩ সালের ২৪ মে ৪৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মহাসমারোহে আয়োজিত হয়। চীনা চলচ্চিত্র পরিচালক ছেন খাইকো'র পরিচালিত কাহিনী ছবি " প্রিয়তমার সঙ্গে ছু রাজার বিদায়" এই উত্সবের সর্বোচ্চ পুরস্কার --" গোল্ডেন পাম" পুরস্কার জয় করে। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের ইতিহাসে এটিই চীনের প্রথম সর্বোচ্চ পুরস্কায় বিজয়।

চীন- ইরিত্রিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা

ইরিত্রিয়া পূর্ব আফ্রিকার সবচেয়ে উত্তর অংশে অবস্থিত। তার পূর্ণ নাম ইরিত্রিয়া রাষ্ট্র(স্টেট)। তার আয়তন ১.২৫ লাখ বর্গমাইল, লোকসংখ্যা ৪৫ লাখ(২০০৪)। ৯টি জাতির লোক এ দেশে বসবাস করে। দেশবাসীরা টিগ্রেনিয়া , আমহারিক ইত্যাদি ভাষা বলে এবং আরবি , ইংরাজি , ইতালি ইত্যাদি ভাষাও বলতে পারে । দেশবাসীদের মধ্য শতকরা ৫০ জন খ্রীষ্টান এবং বাকীরা মুসলমান। রাজধানী আসমারা । ইরিত্রিয়া একটি কৃষিপ্রধান দেশ । দেশের ৮০ শতাংশ লোক কৃষিকাজে নিয়োজিত। চাষাবাদের উপযোগী জমির মোট আয়তন ৩২ লাখ হেক্টর। আসলে আবাদী জমির আয়তন তিন লাখ হেক্টর। ইরিত্রিয়া খাদ্যশস্যে স্বাবলম্বী নয়। প্রধান প্রধান খাদ্যশস্য হলো ভুট্টা, যব. বজরা, গম, ডাল জাতীয় শস্য। প্রধান অর্থকরী ফসল তেলবিজ, তিল , চীনা বাদাম, শণ , সিসাল হেম্প, তুলা, শাকশব্জি এবং ফলমূল। পশুপালন শিল্প উন্নত নয়। শিল্পের ভিত্তি দুর্বল। ইতিহাসে ইরিত্রিয়া এক বেশদীর্ঘ সময়পর্বে ইথিওপিয়া সামন্ততান্ত্রিক রাজবংশের শাসনাধীনে ছিল। ১৯৯১ সালের মে মাসে ইরিত্রিয়া গণমুক্তি ফ্রণ্ট গোটা ইরিত্রিয়াদেশ মুক্ত করে এবং অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করে। ১৯৯৩ সালের এপ্রিল মাসে জাতিসংঘের তত্ত্বাবধানে জাতীয় গণভোট আয়োজিত হয় । তাতে ইরিত্রিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয় এবং ইরিত্রিয়ার স্বাধীনতা ঘোষিত হয়। ১৯৯৩ সালের ২৪ মে ইরিত্রিয়া রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ক্ষমতাসীন গণমুক্তি ফ্রণ্ট হচ্ছে একমাত্র বৈধ রাজনৈতিক দল। ইরিত্রিয়া শান্তি, জোটনিরপেক্ষতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের পররাষ্ট্র নীতি অনুসরণ করে। ইরিত্রিয়া শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার পক্ষপাতী। ১৯৯৩ সালের ২৪ মে ইরিত্রিয়া চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।