এবছর চীনের রাশিয়া বর্ষের অনেক অনুষ্ঠান আয়োজন করা হবে । গত ২১ মার্চ চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট চীনে রাশিয়া বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন । রাশিয়া বর্ষ চলাকালে চীনে নানান ধরনের কর্মসূচি আয়োজিত হবে । রাশিয়া বর্ষের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে চীনে আয়োজিত ' রাশিয়ার সাংস্কৃতিক উত্সব ' চীনা নাগরিকদের রাশিয়ার সংস্কৃতির প্রাণ শক্তি দেখাবে ।
২২ মার্চ সন্ধ্যায় রাশিয়ার জাতীয় আদর্শ থিয়েটার পেইচিংয়ের মহা গণ ভবনে একটি চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে । রাশিয়ার বিখ্যাত জাতীয় আদর্শ থিয়েটারের সিম্ফোনী অকেস্ট্রা দল রাশিয়ার সুরকার শোস্টাকোভুজের রচিত সুর 'উত্সবের ভূমিকা ' বাজিয়েছে । এই সুর রাশিয়ার সাংস্কৃতিক উত্সবের ভূমিকা হিসেবে রাশিয়া বর্ষের কর্মসুচী সূচনা করেছে ।
রাশিয়ার জাতীয় আদর্শ থিয়েটারের ইতিহাস দু' শ ৩০ বছরের পুরনো। এবার এই থিয়েটার সিম্ফোনী অকেস্ট্রা দল , অপেরা দল , ব্যালে নৃত্য দল ও সমবেত সংগীত দলসহ ২৮০ সদস্যের একটি বড় শিল্পী দল পাঠিয়েছে। ২২ মার্চের অনুষ্ঠানে শিল্পীরা ঐতিহ্যিক ব্যালেনৃত্য নাট্য ' স্ওয়ান লেক ' ও ' নাটক্রাকার '-এর কিছু অংশ পরিবেশন করেছেন । রাশিয়ার কন্ঠশিল্পীদের গাওয়া অপেরা ' বোরিস গোদুনোভ ' ও ' ইয়েওজেনি ওনেগিন '-র গানগুলো শুনে চীনা শ্রোতারা গভীরভাবে মুগ্ধ হয়েছেন ।
' রাশিয়ার সাংস্কৃতিক উত্সব ' চীনে আয়োজিত ' রাশিয়া বর্ষের ' একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আদান-প্রদান কমর্সূচি । এই কমর্সূচী এ বছরের মার্চ মাস থেকে আগামী বছরের জানুয়ারী মার্স পর্যন্ত স্থায়ী হবে। রাশিয়ার সাংস্কৃতিক উত্সবের চীনা পক্ষের সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান , চীনের সহকারী সংস্কৃতি মন্ত্রী তিন উয়ে বলেছেন , রাশিয়ার সংস্কৃতি ও শিল্পকলা অত্যন্ত সমৃদ্ধ । চীন তথা বিশ্বের সংস্কৃতির প্রতি তার প্রভাব সুগভীর । এবারকার রাশিয়ার সাংস্কৃতিক উত্সবে অংশ নেয়ার জন্য রাশিয়ার অনেক শিল্পী দল চীনে এসেছে বা আসবে । ব্যালেনৃত্য দল , অপেরা দল ও সিম্ফোনী অকেস্ট্রা দল ছাড়া লোকসংগীতনৃত্য দল , আধুনিক সংগীত দল ও নাটক দল ইত্যাদি দল চীনে আসবে । এই সব শিল্পী দল অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে রাশিয়ার আধুনিক সংস্কৃতি ও শিল্পকলার উন্নয়ন দেখাবে ।
উত্সব চলাকালে চীনে দশর্করা রাশিয়ার নাটকের পিতা বলে পরিচিত ওস্ট্রোফস্কি রচিত একটি ঐতিহ্যিক নাটক উপভোগ করার সুযোগ পাবেন , জাতীয় আদর্শ ক্ষুদ্রসাদা ব্যাচ নৃত্য দলের নৃত্যশিল্পীরা রাশিয়ার চিত্তাকর্ষক লোকনৃত্য পরিবেশন করবেন । রাশিয়ার ফুল বাদক দল ও লাল মমি বাদক দল রাশিয়ার দুটি আধুনিক গানের বাদক দল , তারা চীনের দশর্কদের জন্য রাশিয়ার রক এন্ড রোল সুর বাজাবে ।
একই সময় ' রাশিয়ার শিল্পকলার তিন শ' বছর ' নামে রাশিয়ার জাতীয় ট্রেটিয়াকোভস্কায়া গ্যালারীর চিত্রপ্রদশর্নী আর ' উন্মুক্ত রাশিয়া ' নামে একটি শিল্পকলা প্রদশর্নী চীনের জাতীয় গ্যালারীতে উদ্বোধন হয়েছে । এই দুটি প্রদশর্নীর জন্য বসন্ত কালের পেইচিং মহানগরে রাশিয়ার শিল্পকলা উপভোগের হিড়িক দেখা দিয়েছে ।
ট্রেটিয়াকোভস্কায়া গ্যালারী রাশিয়ার সবচেয়ে বড় চিত্রশিল্প যাদুঘর , এই যাদুঘর প্যারিসের লৌভর ভবন ও ব্রিটেনের বৃহত ইঙ্গল্যান্ড যাদুঘরের মতো বিখ্যাত । এবার এই গ্যালারী রাশিয়ার বিভিন্ন স্টাইলের ১১০টি চিত্রকর্ম চীনে এনেছে । এই সব চিত্রকর্মে দশর্কদের অষ্টাদশ শতাব্দী থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত রাশিয়ার তিন শ' বছরের চিত্রশিল্প প্রসারের গতিপথ দেখানো হবে । এই সব চিত্রকর্মের মধ্যে উনবিংশ শতাব্দীতে রাশিয়ার বিখ্যাত চিত্রশিল্পী রেপিনের আঁকা পাঁচটি ছবি আর ইভেন ক্রামস্কোই ও ইসাক দেভিটানের আঁকা ছবি আছে ।
এই প্রদর্শনী দেখার জন্য চীনের জাতীয় গ্যালারীতে দশর্কদের ভীড় জমে। চীনা দশর্করা ভাসিলি জি পিরোভের আঁকা ছবি ' ঘুমিয়ে পড়া ছেলে '-এর সামনে দাঁড়িয়ে শুকনা ঘাসের উপর ঘুমিয়ে পড়া দুটি ছেলের উপর তাকিয়ে থাকেন । কোনো কোনো দশর্ক রাশিয়ার চিত্রশিল্পীর আঁকা প্রাকৃতিক দৃশ্যের ছবিগুলোর সামনে দীর্ঘ সময় দাড়াঁন ।
প্রদশর্নী কক্ষে দশর্ক ফু আই ইউন সাংবাদিকদের বলেছেন , আন্তর্জাতিক জগতে রাশিয়ার তৈলচিত্রের সুনাম আছে । চীনে রাশিয়ার কয়েক শ' বছর আগের বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা ছবি উপভোগের সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি । রাশিয়া বর্ষের কর্মসূচির কল্যাণেআমি একবারে এতো বেশী বিখ্যাত চিত্রকর্ম উপভোগ করেছি ।
চিত্রপ্রদশর্নী ছাড়া চীনের জাতীয় গ্যালারীতে ' উন্মুক্ত রাশিয়া ' নামে রাশিয়ার শিল্পকলা সম্পর্কিত একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । এই প্রদর্শনীতে চিত্রকর্ম ও ভাস্কর্য্যসহ এক শ'টিরও বেশী শিল্পকর্ম দেখানো হয়েছে। এই দুটি প্রদশর্নী সম্বন্ধে চীনের জাতীয় গ্যালারীর প্রধান ফান দি আন বলেছেন , চীনের চিত্রশিল্পীরা রাশিয়ার অষ্টাদশ শতাব্দীর চিত্রশিল্পকে সম্মান দেন । আমরা ট্রেটিয়াকোভস্কায়া গ্যালারীর ১১০টি চিত্রকর্ম দেখে রাশিয়ার তিন শ' বছরের ইতিহাস সম্পর্কে ধারনা পেয়েছি । ' উন্মুক্ত রাশিয়া নামক প্রদর্শনীতে আমরা আধুনিক রাশিয়ার প্রবীণ , প্রৌঢ ও যুব শিল্পীর শিল্পকর্ম দেখেছি । এই দুটি প্রদর্শনী চীনের ব্যাপক দর্শকের রাশিয়ার শিল্পকলা উপভোগের আকাংখা পূরণ করেছে । জানা গেছে , রাশিয়া বর্ষ চলাকালে মস্কোর ক্রেমলিন ভবনের ঐশ্বর্য্য প্রদশর্নীও চীনে প্রদর্শীত হবে ।
চীন ও রাশিয়ার মধ্যে সরকারী আদান-প্রদান ছাড়া বেসরকারী আদান-প্রদানও বেশ তত্পর । ১৭ মার্চ চীন ও রাশিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদের শিল্পকলা উত্সব চীনের পেইচিং বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হয়েছে । মস্কো , সেন্ট পিটারসবার্গ শহর থেকে আসা রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ৫০জন ছাত্রছাত্রী পেইচিংয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরসঙ্গে মেলামেশা করছেন । তারা একটি মহাসম্মিলনীতে একসাথে নাচ গান করেছেন । ভাষার অসুবিধা হলেও শিল্পকলার কোনো রাষ্ট্রীয় সীমা নেই । রাশিয়ার সেন্ট পিটারসবার্গ থেকে আগত মিস আন্না বলেছেন , এই শিল্পকলা উত্সব দুদেশের যুব সম্প্রদায়ের সমঝোতা বাড়াতে সাহায্য করেছে , বিশেষ করে রাশিয়ার যুবকযুবতীদের চীন সম্পর্কে জানার সুযোগ যুগিয়েছে । আমাদের প্রতিনিধি দলের মধ্যে অনেকে এই প্রথমবার চীন সফর করছেন , তাই এই অভিজ্ঞতা তাদের পক্ষে স্মরণীয় ।
|