
গ্রিক প্রেসিডেন্ট কারোলোস পাপোলিয়াস ২৩ মে এথেন্সে এই মত প্রকাশ করেছেন যে, তিনি বিশ্বাস করেন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস নিশ্চয় একই বৈশিষ্ট্যময় এবং উচ্চ মানের ক্রীড়া অনুষ্ঠান হবে। চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও'র সঙ্গে সাক্ষাত্কালে গ্রিক প্রেসিডেন্ট বলেছেন, গ্রিস চীনের সঙ্গে অলিম্পিক্স আয়োজনের অভিজ্ঞতা ভাগাভাগি করতে ইচ্ছুক। উ পাং কুও বলেছেন, চীনের ২০০৮ অলিম্পিক সাফল্যের সঙ্গে আয়োজনের আত্মবিশ্বাস আছে সঙ্গে সঙ্গে চীন গ্রিসের সাফল্যের অভিজ্ঞতা থেকে শিখতে ইচ্ছুক।
দু'দেশের সম্পর্ক নিয়ে পাপোলিয়াস বলেছেন, বর্তমান দু'দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো পর্বে রয়েছে। গ্রিস চীনের সঙ্গে সার্বিক প্রকৌশল অংশীদারি সম্পর্ক উন্নয়ন করতে ইচ্ছুক। তিনি আবার জোর দিয়ে বলেছেন, গ্রিস এক-চীন নীতি দৃঢ়ভাবে অনুসরণ করবে। উ পাং কুও বলেছেন, চীন গ্রিসের সঙ্গে মিলিত প্রয়াস চালিয়ে বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা জোরদার করে দ্বিপাক্ষিক সম্পর্ক ত্বরান্বিত করতে ইচ্ছুক।
দু'পক্ষ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করেছে। উ পাং কুও জোর দিয়ে বলেছেন, চীন অব্যাহতভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে সামনে চলবে। চীন বিশ্বের বিভিন্ন দেশের সমান, বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এবং মিলিত উন্নয়ন ও সমৃদ্ধি চায়।
|