২৩ মে জার্মানীর চ্যান্সেলর অ্যাজ্ঞেলা মের্কেল শাংহাই ম্যাগলেভ ট্রেন যোগে বিমান বন্দরে যাওয়ার মাধ্যমে চীনে তাঁর প্রথম সফর শেষ করেছেন ।
শাংহাই থেকে রওয়ানার আগে তিনি বলেছেন, জার্মানী চীনের সঙ্গে অর্থ-বাণিজ্য ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার করতে ইচ্ছুক এবং আশা করে আরো বেশী চীনের শিল্পপ্রতিষ্ঠান জার্মানীতে পুঁজি বিনিয়োগ করবে । তিনি বলেছেন, ২০১০ সালে শাংহাই বিশ্ব মেলায় জার্মানী সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে ।
মের্কেলের সঙ্গে সাক্ষাত্কালে শাংহাইয়ের মেয়র হাংচেং বলেছেন, গত বছরে শাংহাই ও জার্মানীর অর্থ-বাণিজ্য মূল্য ১১ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছে । বর্তমানে ৮০০টিরও বেশী জার্মানশিল্পপ্রতিষ্ঠান শাংহাইয়ে শাখা কোম্পানি প্রতিষ্ঠা করেছে ।
|