চীনের নিগোশিইব্লে সিকিউরিটিস তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান সাং ফুলিন ২৩ মে পেইচিংয়ে বলেছেন , চীনের সিকিউরিটিস তত্ত্বাবধান কমিটি অর্থবিনিয়োগ ও অর্থসংগ্রহের সঙ্গে সঙ্গতিপূর্ণ নানা পুঁজি বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে চীনের পুঁজি বাজার সুষ্ঠু উন্নয়ন তরান্বিত করবে ।
" ২০০৬ সাল চীনের আর্থিক শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার সময়ে সাং ফুলিন বলেছেন , চীন এ বছরের মধ্যে স্টক মার্কেটে প্রবেশকারী কোম্পানিরস্টক সংস্কার সম্পন্ন করে এই সব কোম্পানিরগুণমান উন্নত করার প্রচেষ্টা চালাবে , মাঝারি ও ক্ষুদে শিল্পপ্রতিষ্ঠান এবং হাইটেক শিল্পপ্রতিষ্ঠানকেপুঁজি সংগ্রহের সুবিধাজনক পদ্ধতি সরবরাহ করবে ।
|