সম্প্রতি মার্কিন আন্তর্জাতিক ধর্ম স্বাধীনতা কমিটি চীনের ধমীয় অবস্থার যে অযৌক্তিক নিন্দা করেছে , চীনের রাজধানী পেইচিংয়ের ধর্মীয় মহলের বিশিষ্ট ব্যক্তিরা পর পর বিবৃতি দিয়ে তার সমালোচনা করেছেন ।
এই মাসের গোড়ার দিকে মার্কিন আন্তর্জাতিক ধর্ম স্বাধীনতা কমিটি " ২০০৬ সালের আন্তর্জাতিক ধর্ম স্বাধীনতা সংক্রান্ত রিপোর্ট"প্রকাশ করেছে । রিপোর্টটির চীন সম্পর্কিত অংশে ভিত্তিহীনভাবে চীনের ধমীয় নীতি ও ধমীয় স্বাধীনতার অবস্থার নিন্দা করা হয়েছে এবং চীন সরকারের ওপর আক্রমণ চালিয়ে ফালুনকুং গোষ্ঠীকে বাতিল করার তত্পরতাকে ধমীয় নির্যাতন বলে আখ্যায়িত করা হয়েছে ।
চীনের ক্যাথলিক দেশপ্রেমিক সোসাইটির ভাইস চেয়ারম্যান লিউ পো নিয়ান মনে করেন , ফালুনকুং সমাজের বিরুদ্ধে কাজ করে সমাজের ক্ষতি করেছে । তা বিভিন্ন ধর্মের লক্ষবস্তুর পরিপন্থী । ফালুনকুং মোটেই ধর্ম নয় ।
|