v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-23 16:59:40    
২৩ মে

cri

 

বিশ্ব দুযোর্গ রোধ সম্মেলনে কাযর্ক্রম অনুমোদিত

১৯৯৪ সালের ২৩ মে বিশ্ব দুযোর্গ রোধ সম্মেলন শুরু হয়। ১৩০টি দেশের সরকারের প্রতিনিধি এবং দু'হাজারাধিক দুযোর্গ রোধ বিশেষজ্ঞ এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশ্যে সহযোগিতা জোরদার করে মিলিতভাবে মানবজাতির জানমাল ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলার আহ্বান জানানো হয়। সম্মেলনে দাবি জানানো হয় যে মানব জাতির অভিন্ন প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলা করার জন্যে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা উচিত।

প্রথম বিশ্ব কাপ টেবিল-টেনিস দলগত প্রতিযোগিতা সমাপ্ত

১৯৯০ সালের ২৩ মে জাপানের ওসাকায় প্রথম বিশ্ব কাপ টেবিল-টেনিস প্রতিযোগিতা সমাপ্ত হয়। চীনের নারী দল শীরোপা অজর্ন করে। চীনের পুরুষ দল সুইডেনের কাছে হেরে দ্বিতীয় হয়।

চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের বর্ধিত অধিবেশনে সৈন্যবাহিনীর সংস্কার নিয়ে আলোচনা হয়

১৯৮৫ সালের ২৩ মে থেকে ৫ জুন পযর্ন্ত চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে চীনের গণ মুক্তি ফৌজের কাঠামোর সংস্কার নিয়ে আলোচনা হয়। চীনের তত্কালীণ শীর্ষ নেতা তেং শিয়াও পিন অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। ভাষণে তিনি সারা সেনাবাহিনীর উদ্দেশ্যে আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে সংস্কারের গুরুত্ব পুরোপুরি উপলদ্ধি করার আহ্বান জানান।

     

তিব্বত মুক্তি লাভ করে

তিব্বত চীনের একটি অভিচ্ছেদ্য অংশ। দীর্ঘকাল ধরে তিব্বতী জনগণ তিব্বতের উন্নয়নে মহান অবদান রেখেছেন। কিন্তু আফিন যুদ্ধ বাঁধানোর পর সাম্রাজ্যবাদী শক্তি তিব্বত দখল করে নেয়। যার ফলে তিব্বতের অভ্যন্তরে বিছিন্নতার সৃষ্টি হয়। ১৯৪৯ সালে চীনের বিপ্লব সফল হয়। তিব্বত আর তাইওয়ান ছাড়া সারা চীন মুক্তি লাভ করে। তিব্বতী জনগণ যাতে মাতৃভূমির কোলে প্রত্যাবর্তন করেন সেই জন্যে চীনের কেন্দ্রীয় সরকার চীনের গণ ফৌজ তিব্বতে মোতায়েন করার আহ্বান জানায়। এর সঙ্গে সঙ্গে তিব্বত শান্তিমূলকভাবে মুক্ত করার জন্যে চীনের কেন্দ্রীয় সরকার তিব্বতের স্থানীয় সরকারকে সামরিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার দাবী জানায়। ১৯৫১ সালের ২৩ মে তিব্বত আনুষ্ঠানিকভাবে মুক্তি অজর্ন করে।

জার্মানী ফেডারেল প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়

১৯৪৯ সালের ২৩ মে জার্মানী ফেডারেল প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

'চীন-সৌভিয়েত ইউনিয়ন মৈত্রী চুক্তি' স্বাক্ষরিত হয়

১৯৪৫ সালের ২৩ মে মস্কোয় কুওমিনতাং সরকারের প্রতিনিধি হুওয়াং সি জে এবং সৌভিয়েত ইউনিয়ন সরকারের প্রতিনিধি মুলোটোফের মধ্যে 'চীন-সৌভিয়েত ইউনিয়ন মৈত্রী চুক্তি' স্বাক্ষরিত হয়।