২২ মে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রণালয়ের রপ্তানী প্রশাসন বিষয়ক উপমন্ত্রী ডেভিড এইচ. ম্যাক্কোরমিক পেইচিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়ে চীনে বেসামরিক হাই-টেক পণ্যের রপ্তানী বাড়াবে ।
চীন সফররত ম্যাক্কোরমিক বলেছেন, যুক্তরাষ্ট্র চীনে রপ্তানীর নীতি পরিবর্তনের সম্ভাবনা খুঁজবে । তিনি বলেছেন, রপ্তানী নীতিতে "বেসামরিক প্রযুক্তি বাণিজ্যে"বাধা দেয়া উচিত নয় ।
চীনে যুক্তরাষ্ট্রের রপ্তানী নিয়ন্ত্রণ হচ্ছে দু'দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতার প্রধান কারণ । চীনের বাণিজ্যমন্ত্রী পো শিলাই এই বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী গুটেরেসের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন যুক্তরাষ্ট্রের দ্রুত রপ্তানী বৃদ্ধির বাজারে পরিণত হয়েছে ,যুক্তরাষ্ট্রের চীনে হাই-টেক পণ্যের রপ্তানী নিয়ন্ত্রণ কমানো উচিত ।
|