২৩ মে নবম পেইচিং হাই-টেক মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । ১৯টি দেশ ,অঞ্চল আর বিভিন্ন প্রদেশের ২০০০টিরও বেশী হাই-টেক শিল্পপ্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে ।
এবারকার হাই-টেক মেলা দেশী ও বিদেশী মহলের ব্যাপক আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ পেয়েছে । বিশ্বের বিখ্যাত আন্তঃদেশীয় কোম্পানি স্যামসাং, প্যানাসোনিক, নকিয়া ইত্যাদি তাদের সর্বশেষ পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছে । এদের মধ্যে অনেক পণ্য হচ্ছে এশীয় বাজারের প্রথম প্রদর্শনী । লেনোভো,হাইয়ার ইত্যাদি চীনের বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠানের সর্বশেষ হাই-টেক পণ্যও মেলায় প্রদর্শিত হয় । তাছাড়া, তাইওয়ান অঞ্চল আগের চেয়ে বড় পরিসরে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।
এবারকার হাই-টেক মেলা ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত চলবে। হাই-টেক পণ্যের প্রদর্শনী ও আলোচনা ছাড়াও , এবারকার হাই-টেক মেলায় কয়েকটি ফোরাম অনুষ্ঠিত হবে । ফোরামে অংশগ্রহণকারী দেশী-বিদেশী অর্থনৈতিক বিশেষজ্ঞ, সরকারী কর্মকর্তা ও শিল্পপ্রতিষ্ঠানের নেতারা বর্তমানের উচ্চ আলোচিত বিষয় নিয়ে সংলাপ করবেন ।
|