২২ মে সোমালিয়া সরকারের মুখপাত্র ডেনারি বলেছেন, ২১ মে সোমালিয়া সরকার বাইডোয়ায় একটি সম্মেলনে পূর্ব আফ্রিকান সাতটি দেশের উন্নয়ন সংস্থা(আইজিএডি) সোমালিয়ায় শান্তি রক্ষী বাহিনী পাঠাতে রাজী হয়েছে।
সম্মেলনে সংস্থায় ৬৬জন সভার মন্ত্রী অংশ নিয়েছেন, এর মধ্যে ৫৪জন মন্ত্রী এ প্রস্তাবকে সমর্থন করেছেন। প্রস্তাব অনুযায়ী, আইজিএডির সদস্য দেশ সুদান এবং উগান্ডা সোমালিয়ায় শান্তি রক্ষী বাহিনী পাঠাতে পারে। কেনিয়া, এথিওপিয়া ও জিবুতি শুধু লজিস্টিক্স সমর্থন দিতে পারে। কিন্তু প্রথমে এ প্রস্তাব সোমালিয়ার অন্তর্বর্তীকালীন সংসদে অনুমোদন করতে হবে।
সোমালিয়া সরকার আশা করে আইজিএডি অন্তর্বর্তীকালীন সরকার শান্তি রক্ষার জন্যে ৫ থেকে ৭ হাজার সৈন্য পাঠাবে, যাতে নিজের পুলিশ আর বাহিনী সংগঠন করা যায়। কিন্তু সোমালিয়ার বহু সশস্ত্র দলের নেতারা দৃঢ়ভাবে বিদেশী বাহিনী সোমালিয়ায় প্রবেশ করা বিরোধিতা করে।
|