সার্বিয়া ও মন্টিনেগ্রোর মন্টিনেগ্রো প্রজাতন্ত্রের গণভোট কমিটি স্থানীয় সময় ২২ মে সকালে ঘোষণা করেছে, প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৮৬.৩ শতাংশ তালিকাভুক্ত ভোটার ২১ মে স্বাধীনতার প্রশ্নে আয়োজিত গণভোটে অংশ নিয়েছেন, এর মধ্যে শতকরা ৫৫.৪ ভাগ ভোটার মন্টিনেগ্রোর স্বাধীনতা সমর্থন করেন।
মন্টিনেগ্রোর সংসদে ২ মার্চ গৃহীত গণভোট বিল অনুযায়ী, তালিকাভুক্ত শতকরা ৫০ ভাগের বেশি ভোটারকে গণ ভোটে অংশ নিতে হবে, এবং কেবল কমপক্ষে ৫৫ শতাংশের বেশি ভোটার মন্টিনেগ্রোর স্বাধীনতা সমর্থন করার ভিত্তিতে মন্টিনেগ্রো সার্বিয়া ও মন্টিনেগ্রো থেকে বিচ্ছিন্ন হতে পারে।
|